চাঁদপুর, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
স্বপ্ন ভাঙ্গার শব্দ...
তাহসিন আক্তার তমা
১৭ জুন, ২০১৯ ০৩:০৮:০১
প্রিন্টঅ-অ+


বিতর্ক আমার ভালোবাসার আরেক নাম

এই শব্দটি যখনই শুনি, তখনই মনের ভেতর একটা অন্য রকম অনুভূতি কাজ করে।

মনে পড়ে হাজারো স্মৃতি।

মনে পড়ে সুখময় কিছু মুহূর্তের কথা।

মনে পড়ে কিছু মধুর শব্দ।

কানে ভেসে আসে কিছু পরিচিত কণ্ঠস্বর।



আমার বয়সটা কম হলেও মনে হয় বিতর্ক শব্দটাকে হাজার বছর ধরে চেনা আমার।

আমি স্বপ্নবাজ একজন বিতার্কিক। স্বপ্ন ভাঙ্গার শব্দে আজ চেয়ে গেছে পুরোটা শহর।

এই বছর আমরা অনেক যুদ্ধ করে সেমি-ফাইনালে পর্যন্ত গেছি । সত্যি বলতে কি, ফাইনাল বলতে কোনো কিছুই আমার কাছে নেই। কারণ প্রতিটি বিতর্কই আমার কাছে ফাইনালের মতো। প্রতিটি বিতর্কে উৎসবমুখর পরিবেশ বিরাজমান থাকে রোটারী ভবনে, কত আনন্দ কত হাসি, কত ভালো লাগার মানুষগুলোর সাথে দেখা হয়। শুনতে পাই শাহাদাত স্যারের সুন্দর সুন্দর কথা আর রাসেল স্যারের অসাধারণ উপস্থাপনা। সব থেকে বড় পাওয়াটা হলো রাজন দা’র বজ্র কণ্ঠে ফলাফল শোনা। সব মিলে আমার কাছে প্রতিটি পর্বই ফাইনালের মত।

রাতের গভীরে আমি হারিয়ে যাই ভাবনার সাগরে। ভাবি, ইশ! যদি প্রতিদিন বা প্রতি সাপ্তাহে রোটারী ভবনে বিতর্ক করতে পারতাম, হয় তো অনেক আনন্দময় একটা জীবন উপভোগ করতে পারতাম। বড্ড ভালোবাসি রে বিতর্ক তোকে অনেক ভালোবাসি।

যখন মনে পড়ে বিতর্ক নিয়ে জড়ানো হাজারো স্মৃতি তখন একা একা কাঁদি। কেন কাঁদি নিজেই  জানি না। তবে এতোটুকু জানি, বিতর্ক নামক শব্দটি মিশে গেছে আমার রক্তে। যেদিন হেরে গেছি সেদিন কষ্ট অনুভব করিনি। হারার যন্ত্রণাটা কত ভয়ঙ্কর আমি অনুভব করিনি সেদিন।

এখন ইস্কুলে গেলে কেউ আর বলে না, তমা বিতর্কের ক্লাসে আসো। কেউ আর বলে না, তমা এই পর্বে জিততে হবে। সহপাঠীরা আর বলে না, জয়টা আমাদের জন্যও হলেও নিয়ো।

মেমরা আর ‘মা’ বলে আদর করেন না।

হেডমাস্টার স্যার আর ডাকেন না, দেন না কোনো উৎসাহ। নিজের কাছে মনে হয় সব থেকেও কী যেনো একটা নেই আমার-

একটা হার

এত কষ্ট দিবে

এত চোখের জল ফালাবে এটা ভাবিনি।

আমি কাঁদছি না জয়ের জন্যে।

আমি কাঁদছি বিতর্কের জন্যে।

এখানে হারলে আর বিতর্ক করার সুযোগ নেই।

তাই কষ্ট হয়, কাঁদছি আরো কাঁদবো

ভালোবাসার জিনিসটির জন্যে চোখের দু ফোঁটা জলও কি ফালানোর অধিকার নেই?

একটা হার এতো ভয়ঙ্কর যন্ত্রণা দিবে আগে জানতাম না! দুঃস্বপ্ন আর দুঃস্বপ্ন রাতের ঘুম চোখ থেকে কেড়ে নিবে জানতাম না!

আমি থাকতে চাই বিতর্কের সাথে

হারিয়ে যেতে চাই বিতর্ক নামক সেই সাগরের গহীন অতলে। হাজারো রঙ্গিন মাছের ন্যায় রঙ্গিন বিতর্কিকের সাথে খেলা করতে চাই। সাগরে উতলা ঢেউয়ে জয় পরাজয় নিয়ে থাকতে চাই।

যদি লিখতে যাই সব

বিতর্ক নিয়ে মনের কথা

শেষ হয়ে যাবে আমার আছে যত খাতা

দিন শেষে আমি একা

আবার কবে পাবো বিতর্ক তোমার দেখা।

লেখক : তাহসিন আক্তার তমা, বিতার্কিক, হামানকর্দ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর।


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩১৩৬২৪৪৩
পুরোন সংখ্যা