
চাঁদপুরে উই উদ্যোক্তাদের প্রথম অফিসিয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এই অফিসিয়াল সভায় প্রায় ৭০জন উদ্যোক্তা অংশ নেন। এ সময় উদ্যোক্তারা নানা ধরনের দেশীয় পণ্যসহ হাতে তৈরি বিভিন্ন মজাদার খাবার সামগ্রী প্রদর্শন করেন। এর মধ্যে শাড়ি, চাদর, মেয়েদের পোশাক, কেক, পিঠা, সন্দেশ, নানা ধরনের আচারসহ বিভিন্ন পণ্যের সমারোহ ঘটে। সভায় উই-এর ডিস্ট্রিক্ট হেড নাদিয়া রওশনের সভাপতিত্বে উদ্যোক্তা খাদিজা আক্তার তুলি, ইরা খান, তানিয়া ইসলাম, নুসরাত কাফি, সবনাম মুসতারি লাবনি, মিফতাহুল জান্নাত নুর, নিগার সুলতানা, নীলা রহমান, পূর্ণিমা রায়, জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন। তবে আলোচনা সভায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে রক্ষায় উই-এর সহযোগিতা কামনা করেন। এ সময় নাদিয়া রওশন নারীসহ উদ্যোক্তাদের পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করার পরমর্শ দেন। যেখানে নারী উদ্যোক্তাদের জেলা প্রশাসক ও পৌর মেয়র থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ার আশ্বাস রয়েছে বলে দাবি করেন।
| ফজর | ৫:০৪ |
| যোহর | ১১:৪৮ |
| আসর | ৩:৩৫ |
| মাগরিব | ৫:১৪ |
| এশা | ৬:৩১ |
|
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।
আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।
যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।
|
||
| করোনা পরিস্থিতি | ||
| বাংলাদেশ | বিশ্ব | |
| আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
| সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
| মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
| দেশ | ২০০ ২১৩ | |
| সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। | ||

আজকের প্রশ্নআওয়ামীলীগকে বিতর্কিত করেছে, করছে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকরা। আপনিও কি তাই মনে করেন?| হ্যাঁ | না | মতামত নেই |