চাঁদপুর, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
এক নজরে একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯
শ্লে­াগান : এক দশক হলো পার, বিতর্ক হোক দুর্বার
১৭ জুন, ২০১৯ ০৩:০৪:৫৫
প্রিন্টঅ-অ+




চাঁদপুরে বিতর্কের আন্দোলন যেভাবে চলছে তার ধারাবাহিকতায় এ বছরও চাঁদপুরের ৮টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল-কলেজ ও সমমানের মাদ্রাসাকে নিয়ে একাদশ বারের মত পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ আয়োজন করেছি। আমরা আশা করি এ প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন নতুন বিতার্কিক সৃষ্টিসহ একটি সৃজনশীল সমাজ প্রতিষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ ও সমমানের মাদ্রাসা থেকে সনাতনী ধারায় বাংলা এবং ইংরেজি মাধ্যমে বিতার্কিকরা অংশগ্রহণ করছে। আমরা আশা করছি, সত্যিকারের বিতর্ক আন্দোলন এ জেলাকে সমৃদ্ধ করবে। আমরা এই প্রথমবারের মতো উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণা করেছি এবং তাদের ক্রেস্ট, সনদপত্র ও বই পুরস্কার হিসেবে দিয়েছি।

আমরা প্রান্তিক পর্ব থেকে শুরু করে প্রতিটি পর্বেই বিজয়ী, বিজিত ও শ্রেষ্ঠ বক্তার জন্যে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করে থাকি। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিককে আমরা টি-শার্ট, ক্যাপ, প্যাড, কলম ও ফোল্ডার প্রদান করে থাকি। ফাইনাল পর্বে আমরা কলেজ ও স্কুল গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বই ও নগদ টাকা প্রদান করে থাকি। প্রতি বছর পূর্বের বছরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের কোনো সদস্য যদি ধারাবাহিকতা রক্ষা করে বিতর্কে অংশগ্রহণ করে তাহলে সেই সকল বিতার্কিককে বিতর্কের বৃত্তি হিসেবে নগদ টাকা প্রদান করা হয়।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর        : পাঞ্জেরী পাবলিকেশন্স লিঃ, ঢাকা

প্রতিযোগিতার মূল আয়োজক        : দৈনিক চাঁদপুর কণ্ঠ

বাস্তবায়নে                : চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ), চাঁদপুর

অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়        : ৩২টি

অংশগ্রহণকারী হাইস্কুল ও মাদ্রাসা দল    : ৭৮টি

অংশগ্রহণকারী কলেজ ও মাদ্রাসা দল        : ৩২টি

অংশগ্রহণকারী ইংরেজি দল         : ৮টি

উপজেলাওয়ারী প্রান্তিক (বাছাই পর্ব) হয়েছে    : ৮টি

জেলা পর্যায়ে অভিযাত্রা-০১ (দ্বিতীয় বাছাই পর্ব) হয়েছে : ১টি (রোটারী ভবন মিলনায়তন ও চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর)

জেলা পর্যায়ে অভিযাত্রা-০২ (দ্বিতীয় বাছাই পর্ব) হয়েছে : ১টি (রোটারী ভবন মিলনায়তন, চাঁদপুর)

জেলা পর্যায়ে অগ্রযাত্রা -০১ (চূড়ান্ত বাছাই পর্ব) হয়েছে  : ১টি (রোটারী ভবন মিলনায়তন, চাঁদপুর)

জেলা পর্যায়ে অগ্রযাত্রা -০২ (চূড়ান্ত বাছাই পর্ব) হয়েছে  : ১টি (রোটারী ভবন মিলনায়তন, চাঁদপুর)

জেলা পর্যায়ে জয়যাত্রা (কোয়ার্টার ফাইনাল) হয়েছে      : ৪টি (রোটারী ভবন মিলনায়তন, চাঁদপুর)

জেলা পর্যায়ে জয়ধ্বনি (সেমি-ফাইনাল) হয়েছে           : ৪টি (রোটারী ভবন মিলনায়তন, চাঁদপুর)

জেলা পর্যায়ে উল্লাস (ফাইনাল) : ১৭ জুন ২০১৯            : ৪টি (জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন, চাঁদপুর)

উপজেলার নাম   প্রতিযোগিতার তারিখ    অংশগ্রহণকারী দলের সংখ্যা                প্রতিযোগিতার স্থান

মতলব দক্ষিণ       ২৬ জানুয়ারি ২০১৯        ১৬টি           উপজেলা পরিষদ মিলনায়তন, মতলব দক্ষিণ

হাইমচর            ২৭ জানুয়ারি ২০১৯        ১০টি হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাইমচর

ফরিদগঞ্জ            ২৯ জানুয়ারি ২০১৯        ২০টি ফরিদগঞ্জ প্রেসক্লাব ও ওনুআ

মতলব উত্তর        ০৯ ফেব্রুয়ারি ২০১৯        ১২টি মায়া বীর বিক্রম অডিটোরিয়াম, মতলব উত্তর

শাহরাস্তি            ১১ ফেব্রুয়ারি ২০১৯        ১৬টি উপজেলা পরিষদ মিলনায়তন, শাহ্রাস্তি

কচুয়া            ১৬ ফেব্রুয়ারি ২০১৯        ১৬টি উপজেলা পরিষদ মিলনায়তন, কচুয়া

হাজীগঞ্জ            ২৩ ফেব্রুয়ারি ২০১৯        ১৪টি মৈত্রী জুনিয়র হাইস্কুল, হাজীগঞ্জ, চাঁদপুর

চাঁদপুর সদর        ০২ ও ০৩ মার্চ ২০১৯        ৩৮টি রোটারী ভবন মিলনায়তন ও চাঁদপুর প্রেসক্লাব



উল্লেখ্য, টাইটেল স্পন্সর পাঞ্জেরী পাবলিকেশন্স শুধুমাত্র উপকরণ হিসেবে টি-শার্ট, ক্যাপ, প্যাড, কলম ও ফোল্ডার এবং পুরস্কারের বই প্রদান করে থাকে।

কাজী শাহাদাত

প্রধান সম্পাদক, দৈনিক চাঁদপুর কণ্ঠ; সভাপতি, সিকেডিএফ ও প্রতিষ্ঠাতা, চাঁদপুর বিতর্ক একাডেমি।


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩১০৮৫
পুরোন সংখ্যা