বর্ষার শুরুতেই ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের মোলহেড। এই স্থানের তিনদিকে মেঘনা নদীর গভীরতা অনেক বেশি হওয়ায় ২০ মিটার এলাকার ব্লক তলিয়ে গেছে। সেই জায়গাসহ মোলহেডের ঝুঁকিপূর্ণ পয়েন্ট সংরক্ষণে এখন জরুরিভিত্তিতে ব্লক ও বালুভর্তি জিওব্যাগ ফেলছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। গত ক'দিনে বাঁধের ভাঙ্গন রক্ষায় প্রায় ২৭ হাজার ব্লক এবং ১০ হাজার বালুভর্তি বস্তা ফেলা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম জানিয়েছেন। ছবিতে সিসি ব্লক ফেলার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।
আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।
যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |