মোহাম্মদ টিপু সুলতান মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ২৪ বছর যাবৎ সৌদি আরবের রিয়াদে ফাইজার নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নেন জাহাঙ্গীর আলম হৃদয়।
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোহাম্মদ টিপু সুলতান : প্রায় দুই যুগ ধরে সৌদি আরবের রিয়াদে প্রবাসী হিসেবে আছি। ফাইজার নামক একটি কোম্পানিতে চাকুরি করছি। আলহামদুলিল্লাহ বেশ সময় কাটছে।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
মোহাম্মদ টিপু সুলতান : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দলমতের ঊর্ধ্বে থেকে দেশ পরিচালনা করতে, দেশের এবং দেশের বাইরের সাধারণ মানুষের মনের চাহিদা পূরণ করতে সরকার আন্তরিক ভাবে কাজ করবে এটাই চাওয়া।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
মোহাম্মদ টিপু সুলতান : স্বদেশের উন্নতি দৃশ্যমান, আর খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়ন চলছে ধীরে ধীরে। রাস্তাঘাটসহ অনেক কিছুই হয়েছে, বাড়েনি কর্মসংস্থান। বাজেট হয় বড়লোকদের ভোগবিলাসিতার জন্যে আর গরিবের কপাল পোড়ে। দেশের উন্নয়ন-অগ্রগতি বাস্তবিকভাবে সেদিনই হবে যেদিন সম্পদশালীরা ইনকাম টেক্স পুরোপরি পে করবে। থানায় যান, গরিব হলে কী হাল আর বড়লোক চুরি করলে কী হালচাল তা দেখেই বুঝে নিতে পারবেন। আইন সবার জন্যে সমান বলা হলেও আসলেই কি তা অব্যাহত আছে ? আগে মানসিকতার পরিবর্তন তারপর হবে দেশের উন্নয়ন।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
মোহাম্মদ টিপু সুলতান : কষ্ট, বেদনা, অতৃপ্তি সব কিছুই আছে আমার। কয়টা বলবো? আর বলেও বা কী হবে তা নিয়েই ভাবছি। শুধু এইটুকুন বলবো, ভালো থাকুক প্রিয় বাংলাদেশ ও দেশের মানুষ।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোহাম্মদ টিপু সুলতান : দূরপ্রবাসে আছি, সবাইকে অনেক মিস করি। সকলের জন্যে নিরন্তর শুভ কামনা। বিশ্ব হোক করোনা মুক্ত। মহান আল্লাহ সবাইকে রহমত দান করুন।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।
আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।
যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |