চাঁদপুর, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
শিক্ষামন্ত্রীর বাণী
১৭ জুন, ২০১৯ ০২:৫৭:৪৮
প্রিন্টঅ-অ+


আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশের কর্ণধার। তাদের উপযুক্তভাবে  গড়ে তোলায় সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে আজকের কোমলমতি শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামী দিনের আদর্শ নাগরিক। আজকের প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিতর্ক শিল্পের চর্চা একটি কার্যকর মাধ্যম। সুকুমার বৃত্তির এমন একটি সার্বিক চর্চা যত বেশি প্রসারিত হবে দেশজুড়ে ততবেশি বাস্তবতার মুখ দেখবে আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনাগুলো।

আজকের পৃথিবীতে পরমতসহিষ্ণুতা যেমন হ্রাস পাচ্ছে, তেমনি যৌক্তিক কথাবার্তায় পারদর্শী সুনাগরিকেরও ঘাটতি হচ্ছে ক্রমশঃ। তাই বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাস ও পেশী শক্তির চর্চা। ফলে বিশ্বশান্তি যেমন বিঘিœত হচ্ছে তেমনি মানবিক মূল্যবোধগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এ অবস্থা হতে উত্তরণের জন্যে যুক্তি ও মুক্তবুদ্ধির চর্চা আমাদের জন্যে জরুরি হয়ে পড়েছে। যারা এই সময়োপযোগী কর্মযজ্ঞে নিজেদের সমর্পণ করে এগিয়ে এসেছেন বিতর্ক শিল্পের বিস্তার ও বিকাশে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই এজন্যে যে, তাদের মাধ্যমে জ্ঞানঋদ্ধ সমাজ নির্মাণের বিষয়টি  এগিয়ে যাচ্ছে সুচারুভাবে।

আমি জেনে আনন্দিত যে, পাঞ্জেরী-দৈনিক চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা গৌরবের সঙ্গে আজ একটানা একাদশ বর্ষ সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আমি তাদের এই অগ্রযাত্রার সাফল্য কামনা করি এবং আশা করি তাদের এই মহান আয়োজন একদিন অর্জনে অনন্যসাধারণ হয়ে শতবর্ষ অতিক্রম করবে। আমি এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব তথা উল্লাস পর্বে উন্নীত সকল দলকে শুভ কামনা জানাই এবং এ উপলক্ষে প্রচারিত বিশেষ প্রকাশনা ‘বিতর্কায়ন’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।



বিতর্ক শিল্পের জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক।



জয় বাংলা। জয় বঙ্গবন্ধু

ডাঃ দীপু মনি এমপি

শিক্ষামন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১২৮৫১৪
পুরোন সংখ্যা