চাঁদপুর, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
বিশেষ অতিথির বাণী
১৭ জুন, ২০১৯ ০৩:০১:৩৯
প্রিন্টঅ-অ+


সভ্য মানুষের যোগাযোগের উৎকৃষ্ট মাধ্যম তার যুক্তি। ব্যক্তি যুক্তির ঋদ্ধতা, বক্তব্যের স্বচ্ছতা এবং তত্ত্ব ও তথ্যনিষ্ঠতার মাধ্যমে একে অপরের সাথে নিজেকে মেলে ধরতে পারে। এই সমুদয় বিষয় যে বাচিক শিল্পের মাধ্যমে চর্চিত হয় তাই-ই বিতর্ক। বিতর্ক একটি প্রাচীন শিল্প। জ্ঞাননির্ভর ও তথ্যসমৃদ্ধ সমাজ নির্মাণে বিতর্ক চর্চা একটি অনন্য পন্থা। আজকের তারুণ্য বড় অস্থির সময়ের মধ্য দিয়ে গড়ে উঠছে। এ 'সময় তাদের দরকার জ্ঞান ও যুক্তি নির্ভর চর্চা। বিতর্ক মুক্তবুদ্ধির চর্চা সম্পন্ন প্রজন্ম তৈরিতে কার্যকর উপায়। বিতর্ক হলো সমাজ নির্মাণ ও সমাজ বদলের হাতিয়ার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ মনীষীরা বিতর্ককে জ্ঞান চর্চার উৎকৃষ্ট মাধ্যমরূপে বিবেচনা করতেন। আজকের এই সভ্যতার চরম উৎকর্ষের কালে বিতর্ক চর্চা পৌঁছে গেছে ঘরে ঘরে।



ইলিশের বাড়ি চাঁদপুর ইতোমধ্যেই বিতর্ক চর্চার সূতিকাগার হয়ে উঠেছে। বিগত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে এখানে জেলা জুড়ে বিশাল পরিসরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এর দ্বারা প্রমাণ হয়, বিতর্ক চর্চা এখানে অত্যন্ত গ্রহণযোগ্য মর্যাদা অর্জন করেছে। সমাজের জন্যে এটি অত্যন্ত আশার কথা। চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) আয়োজিত পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ব্র্যান্ড জেলা চাঁদপুরের অনন্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই নান্দনিক ও শ্রমসাধ্য কর্মযজ্ঞটি যারা সম্পন্ন করে চলেছেন আমি তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি, এই বিতর্ক প্রতিযোগিতা এক সময় শতবর্ষ পুরানো হয়ে উঠবে নিরন্তর ধারাবাহিকতায়।

আমি পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করি।

প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান

সাবেক চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং

প্রভোস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩১৮৫৭৭৮৪
পুরোন সংখ্যা