চাঁদপুর, সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬, ১৩ শাওয়াল ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
বাণী
১৭ জুন, ২০১৯ ০৩:০২:৫২
প্রিন্টঅ-অ+


পঁচিশ বছর আগে ১৯৯৪ সালের ১৭ জুন প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠ ১৯৯৮ সালে দৈনিকে রূপান্তরিত হয়ে নিয়মিত পত্রিকা প্রকাশনার বাইরেও উল্লেখযোগ্য এবং আশাব্যঞ্জক অনেক কাজ করে চলছে। এর মধ্যে অনন্য গৌরবের একটি কাজ হচ্ছে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা। জেলাব্যাপী ধারাবাহিক এ প্রতিযোগিতাটি আশাব্যঞ্জক সাফল্যের সাথে গত এক দশক অতিক্রম করে আজ একযুগে পদার্পণ করতে যাচ্ছে। এতে আমি অপরিমেয় আনন্দ অনুভব করছি।

 

আমার বাড়তি আনন্দ আরো এজন্যে যে, ১৭ জুন ২০১৯ হচ্ছে চাঁদপুর কণ্ঠের ২৫ বছরপূর্তি তথা রজতজয়ন্তী, যেটি একটা মাইলফলক। এমন একটি স্মরণীয় বছরে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের একযুগে পদার্পণ খুবই তৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। এই বিতর্ক আয়োজনের সাথে সংশ্লিষ্ট পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) ও চাঁদপুর বিতর্ক একাডেমির কর্মকর্তা ও সদস্যদের, সর্বোপরি পাঞ্জেরী পাবলিকেশন্সের কর্ণধার, চাঁদপুরের কৃতী সন্তান কামরুল হাসান শায়ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ প্রতিযোগিতা আমার জীবদ্দশায় তো বটেই, আমার মৃত্যুর পরও যাতে সগৌরবে বহাল থাকে সে প্রত্যাশা ও দাবি রাখছি।



পরম করুণাময় আল্লাহতায়ালা চাঁদপুর কণ্ঠকে দীর্ঘায়ু করুন এবং পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে সংশ্লিষ্ট সকলকে তৌফিক দান করুনÑআমিন।





আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার

প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক

দৈনিক চাঁদপুর কণ্ঠ।

 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১২৯১৩৩
পুরোন সংখ্যা