চাঁদপুর, শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮, ৭ জিলকদ ১৪৪২
jibon dip

সর্বশেষ খবর :

  • -
সুধীর বরণ মাঝির কবিতা
সময়ের হাল
১৯ জুন, ২০২১ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


বাতাস আজ ভারী হয়ে উঠেছে



বারুদে পোড়া লাশের গন্ধে।



অসহায নারী-পুরুষ-শিশুর বাঁচার আকুতি



অস্ত্র ব্যবসার উৎস ধর্মীয় বিরোধ জিইয়ে রাখার নানা ফন্দি।



ধর্ষিতা বোন আত্মহননের পথ বেছে নেয়



নারী মাংসাসী কীটগুলো



বড্ড বাড় বেড়েছে আজ।



চৌর্যবৃত্তের নগ্ন বাহবা চারিদিকে



সততা-আত্মসম্মান-লজ্জা-ঘৃণা আজ স্বেচ্ছায় নির্বাসনে।



ক্ষমতার মসনদ ভুলিয়ে দিয়েছে



ন্যায়-অন্যায়, আপন-পর।



বৃক্ষ হত্যার হিড়িকে আছে নানা ফন্দিফিকির



বিশুদ্ধ বাতাসের অভাবে মৃত্যুপথযাত্রী আমরা প্রকৃতি



যেনো সবাই নিরব দর্শক তাতে।



কোন্ সে অসুর কোন্ সে দানব?



গিলছে আমাদের সভ্যতা ভভ্যতা



বাঁচার আকুতি মুনাফার ফাইলে বন্দি।



সময়ের নিষ্ঠুর একী হাল আজকে



চারিদিকে মহামারি মারামারি যুদ্ধ-খুন-ধর্ষণ-দুর্নীতি আহাজারি।



বিবস্ত্র আজ আমাদের জ্ঞানসাধনা



বাড়ছে ক্ষুধা, বাড়ছে বিকৃতি, বাড়ছে অসুখ



মরছে মানুষ কারণে আর অকারণে।



ধানাইপানাই চলছে আজ সাধারণের সাথে



সময়ের অসময় হাল



শোষিত বঞ্চিত জীবন আমাদের তাই।



.



আমার ভালোবাসায়



 



আমিও জানি ভালোবাসতে



আমার ভালোবাসায় আছে যতো



সৌহার্দ্য সম্প্রীতি শিষ্টাচার শালীনতা



আছে যার নীল সাগরের গভীরতা



আর হিমালয়সম উদারতা।



আমিও জানি ভালোবাসতে



যেথায স্পর্শ করে না কোনো কৃত্রিমতা



তবুও আছে তাতে



না পাওয়ার হাজারো অনিশ্চয়তা



বেড়ে উঠে তবুও হৃদ্যতা।



আমিও জানি ভালোবাসতে



স্বপ্ন জয়ের হাতছানি আছে তাতে



নতুন ঠিকানায় স্থির দাঁড়িয়ে থাকতে



যেথায় মিলবে ভালোবাসার পূর্ণতা



পুষ্পভরা জীবনের গান ও কৃতজ্ঞতা।



আমিও জানি ভালোবাসতে



নিজের জীবনের মতো করে



দূরত্ব করিনি কভু আমি আর তুমি তাতে।



আমিও জানি ভালোবাসতে



প্রতিদিন ভোরের সূর্যোদয়ের নতুন আলোতে



থাকবে তাতে নতুন জীবনের গান,



যৌবনের রাজটিকা, গতিময় স্বাধীনতা



অমৃত সুধা আসে তার সাথে আলাপ করলে হয়তো।



.



কৃষ্ণপক্ষ



 



ঘোলাটে চারদিক বিমূর্ষ জীবনতরী



কৃষ্ণপক্ষের ঘোর অন্ধকার



প্রতি পরতে পরতে কৃষ্ণপক্ষের নীলষড়যন্ত্র।



আমাদের জীবনকে বিষিয়ে তুলেছে



চোখে-মুখে তাই আলোকছটার বিবর্ণ সরষেফুল।



কোথাও কোনো সস্তি নেই



আছে সম্ভাব্য দুর্ভিক্ষের ছবি।



দুশমনিতে অন্ধ শক্তিমান দৃষ্টি



আমাদের জীবনের প্রতিটি ইঞ্চিতে



ওদের উজ্জ্বল ব্যবসা, মুনাফা অর্জনের চেষ্টা।



ওরা মনুষ্য হাঙ্গর



প্রতি মুহূর্তেই গিলছে



মূল্যবোধ নৈতিকতা সমাজ-সভ্যতা-সংস্কৃতি-শিক্ষা।



জীবনের তাগিদে আমরা তাই



কর্পোরেট দাস।



কৃষ্ণপক্ষের সীমাহীন শ্রেণিবৈষম্য



এক পৃথিবীতে আমরা তাই প্রায় আড়াই হাজারে বিভক্ত



তবুও শুক্লপক্ষের সন্ধানে গাই জীবনের গান।



 



 



 



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


 


৭৮। তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে।


 


 


মা সব ক্ষেত্রে সব পরিবেশেই মা।


_লেডি অ্যানি বার্নার্ড।


 


 


যে ব্যক্তি সালাম করতে কার্পণ্য করে, সে কৃপণ বলে গণ্য হবে।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩১৮৫৭৯৯৪
পুরোন সংখ্যা