চাঁদপুর, শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮, ৭ জিলকদ ১৪৪২
jibon dip

সর্বশেষ খবর :

  • -
অপ্রকাশিত ছিনতাইয়ের ঘটনা
সোহানুর রহমান অনন্ত
১৯ জুন, ২০২১ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


আনারকলির ভূতটা এখনো নামেনি মুকিত ভাইয়ের মাথা থেকে। সারাক্ষণ তিনি মজনুর মতো একই নাম জপে। আমাকে বললো, 'কিছু একটা বুদ্ধি দে, কী করা যায়?' আমি বললাম, 'ভাই দামি একটা গিফট কেনেন বাণিজ্য মেলা থেকে। মেয়েরা গিফট পেলে গলে যায়।' মনে হলো মুকিত ভাইয়ের বুদ্ধিটা পছন্দ হয়েছে। 'কিন্তু টাকা?' আমি বললাম, 'ভাই, টাকা তো অনেক লাগবো।' মুকিত ভাই বললো, 'এক কাম করি চল্, কাউকে মুরগি বানাই।' 'মানে?' 'রিয়েল ছিনতাই।' 'বলেন কী ভাই, আমগো একটা সুনাম আছে। পাবলিক দেখে ফেললে?' 'আরে ব্যাটা আমগোরে চিনলে তো তারপর... শোন্ মাঙ্কি টুপি পরে আমরা ছিনতাই করুম। দেশে এতো বড় বড় ছিনতাই হইতাছে, আমরা তো করবো মিনি ছিনতাই। আর প্রেমের জন্যে সাতখুন মাফ, তুই জানস্ না?' 'ওকে ভাই। আপনি গুরু মানুষ, যা বলবেন সেটাই হবে।' করিমকে কথাটা বলতেই হেঁচকির ব্যারাম উঠে গেলো। পানি খেয়ে বললো, 'ভাই আপনার না কাঁপুনি রোগ আছে?' 'ধুর ব্যাটা, ইজ্জত তো নিহত করে দিলি। আমি তো সিরিয়াস মানুষ। আজ রাতেই অপারেশন হবে।'



 



কথামতো রাতে আমরা মাঙ্কি টুপি পরে রাস্তার মোড়ে দাঁড়ালাম। একটু পরেই একজনকে আসতে দেখে সামনে এগিয়ে গেলাম। করিম ছুরি বের করে ধরলো। মুকিত ভাই ওর কানের নিচে থাপ্পর মেরে বললো, 'ব্যাটা উল্টো ধরেছিস্ কেনো? ঠিক করে ধর্।' আমি বললাম, 'কী আছে বাইর কর।' অন্ধকার, তাই ভালো করে লোকটার চেহারা দেখতে পাইনি। লোকটা এবার পেছন থেকে রামদা বের করে বললো, 'এই লও এইডা আছে।' ভালো করে চেয়ে দেখি কান পাকা মুজিব। মুকিত ভাই তো কাঁপতে কাঁপতে পড়ে গেলো ডরে। আরেকটু হলে আমিও সেন্সলেস হয়ে যেতাম। যাউগ্গা তা হইনি। তবে ঝেড়ে দৌড় দিলাম। করিমও তাই করলো। ছিনতাই গেলো ভেস্তে। এসব আমাদের দিয়ে হবে না। পরের অনেক ঘটনা অনেক লম্বা, বলে শেষ করা যাবে না। তবে 'ছিনতাইকারী' শোনার পর আনারকলি মুকিত ভাইয়ের সঙ্গে ব্রেকআপ করে দেয়। আফসোস।



 



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


 


৭৮। তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে।


 


 


মা সব ক্ষেত্রে সব পরিবেশেই মা।


_লেডি অ্যানি বার্নার্ড।


 


 


যে ব্যক্তি সালাম করতে কার্পণ্য করে, সে কৃপণ বলে গণ্য হবে।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩০০৭০
পুরোন সংখ্যা