তখনো সূর্যের সাথে চোখাচোখি হয়নি,
চারিধার ক্ষাণিক আধারের স্পর্শ ;
আর কিছুটা গোলাপি কুহেলীর আস্তরণ।
শিশিরকণার দেয়াল ভেঙ্গে সামনে যাচ্ছি,
প্রতিটি কদমে জন্ম হচ্ছে প্রেমের;
তাই মুখে সফলতার হাসি।
মৃত্যুতে সময়!
নিঃশ্বাসের শব্দটা খুব জোরে শোনাচ্ছে!
নিস্তব্ধতা তার কারণ।
ওইতো ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে,
আমি গন্তব্যের কাছাকাছি;
বিধাতার আলয়ে প্রবেশ করি,
মনের সকল বাক্য বিধাতা জানেন।
ক্ষাণিক পর পবিত্র মন নিয়ে ইবাদতের শেষে বের হই,
এখনো সূর্যের আগমন ঘটেনি,
পথিমধ্যে হচ্ছে কিছু প্রেম হয়তো-
হিম কুহেলীর সঙ্গে।
ফজর | ৪:৩৪ |
যোহর | ১২:০৩ |
আসর | ৪:৩০ |
মাগরিব | ৬:১৮ |
এশা | ৭:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৭৮। তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে।
মা সব ক্ষেত্রে সব পরিবেশেই মা। _লেডি অ্যানি বার্নার্ড।
যে ব্যক্তি সালাম করতে কার্পণ্য করে, সে কৃপণ বলে গণ্য হবে।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |