খবর নিও
প্রতিদিন একবার হলেও খবর নিও,
পড়ন্ত বিকেলে পৃথিবী যখন নানা রঙে সাজে;
আকাশ যখন নানা বর্ণিল ছবি অাঁকে;
কুয়াশার ভাঁজে শিশিরের দানা যখন
মিশে যায় ঘাসের গ্রন্থিতে,
শ্যামলা মেয়ের চিরল দাঁতে, নৈসর্গিক আভা যখন ফুটে উঠে,
তুমি আসতে না পারো, এক টুকরো চিরকুট লিখে হলেও খবর নিও।
ব্যস্ততার চিরচেনা মেঠোপথে,
তোমার চুলের বেণির আলতো ছোঁয়াতে;
দক্ষিণা হাওয়ায়, ঢেউ খেলা তোমার তনু মনে
প্রেমহীন জীবনের, প্রাণহীন কাকডাকা ভোরে
ভুলে যেওনা প্রিয়া আমায় তুমি জাগতিক কোলাহলে,
প্রতিদিন না পারো সপ্তাহে, একবার হলেও খবর নিও,
বেশি কথা না পারো একটি লাইন হলেও ফোনে বলো;
পূর্ণিমায় না পারো অমাবস্যার কালো রাতে হলেও;
হুতুম পেঁচা যখন ডাকে হিজল বনে,
পরিজায়ি যখন খুঁজে বেড়ায় তার নব প্রিয়াকে,
একটি শব্দ হলেও তুমি ফোনে বলো।
টাপুর-টুপুর বৃষ্টির দিনে কদমের সুবাসে,
উদাসীন উইলোর ঝোপে বুড়ো শালিকের শিসে,
মেঘ আর রোদের লুকোচুরি খেলা দুপুরে,
ষোড়শি বধূর স্নানের মিষ্টি মাখা জলে;
ফণীমনসার আগুন ঝড়া রোদেলা বিকেলে
ভুল করে হলেও খবর নিও।
কিছু না পারো, একটি নিঃশ্বাস হলেও তুমি পাঠিও,
খবর নিও;
বছরে একবার হলেও তুমি খবর নিও।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৭৮। তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে।
মা সব ক্ষেত্রে সব পরিবেশেই মা। _লেডি অ্যানি বার্নার্ড।
যে ব্যক্তি সালাম করতে কার্পণ্য করে, সে কৃপণ বলে গণ্য হবে।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |