শরীরের ঘাম না শুকাতে শ্রমিকদের দিও মজুরি
কাজ তদারকি করতে গিয়ে কখনো করোনা দেরি।
খোরাকের সন্ধানে তারা, সদা ছুটে আসে কাজে
সকল কাজই করতে রাজি, পিছায়নি কখনো লাজে।
শিশুশ্রমিক ছোট বলে, মেরোনা তাদের ভুলে
সম্ভব হলে পাঠাও তাদের বই নিয়ে স্কুলে।
আঠারো বছরের নিচে হলে, অবুঝ শিশু তারা
ঘর ছেড়েছে অনটনে হয়ে সর্বস্বহারা।
নারী শ্রমিক দুর্বল বলে, করোনা মাতামাতি
নারী হলো সম্মানিত, মা-বোনের জাতি।
তোমাদের মতো সন্তানদের করে গর্ভে ধারণ
সংসার চালাতে কর্মে আসে না শুনে মনের বারণ।
সুযোগ ফেলে খোঁজ নিও, যদি লাগে কিছু দরকার
কাজ হলো কি না ঠিকমতো, তাগাদ দিও না বারবার।
বৃদ্ধ শ্রমিক দুর্বল বলে, করোনা অবহেলা
সন্তানদের মানুষ করতে তারা কাটিয়েছে যৌবন বেলা।
তারা না থাকলে, কেমন করে হতে তোমরা ধনী?
সারাজীবন তাদের কাছে থাকতে হবে ঋণী।
স্বল্প কাজে পারলে দিও পুরো পারিশ্রমিক
হাসিমুখে কুশল করো তাদের দৈনিক।
শ্রমিকরা করে নিত্যদিনের আবর্জনা পরিষ্কার
ঘৃণা করে কেউ তাদের করো না তিরস্কার।
মজুররা জুড়ে রডের জোড়া, ভাঙে শক্ত পাথর
বিনা দ্বিধায় ময়লা টানে খাটিয়ে তাদের গতর।
শ্রমিকরা দেশের সম্পদ, দিও শ্রমের সঠিক মূল্য
শ্রমিকরা জাতির কাছে উন্নয়নের স্বর্ণসমতুল্য।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৭৮। তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে।
মা সব ক্ষেত্রে সব পরিবেশেই মা। _লেডি অ্যানি বার্নার্ড।
যে ব্যক্তি সালাম করতে কার্পণ্য করে, সে কৃপণ বলে গণ্য হবে।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |