বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশে জনগণের খাদ্যপুষ্টির চাহিদা পূরণসহ আর্থসামাজিক উন্নয়নে দেশী ফলের গুরুত্ব অপরিসীম। ফল এ দেশের একটি জনপ্রিয় উদ্যানতাত্তি্বক ফসল। সমগ্র বাংলার গাছ-গাছালি, পশু-পাখি কী অপরূপ সৌন্দর্য বিলাচ্ছে। এতে মানব মন হয়ে উঠে পুলকিত। সভ্যতার ঊষালগ্নে মানুষ যে দিন মাটিতে বীজ বুনে ফল ও ফসল ফলাতে শুরু করলো, সে দিন থেকেই ফসল উৎপাদনের কাজে নতুন পন্থার উদ্ভাবন হয়। আমরা প্রায় সবাই জানি, ফল একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আমাদের দেশী ফল বেশি লাভজনক। এ দেশী ফল খাদ্য-পুষ্টি এই দুই বিষয়ের মাঝে এক অভূতপূর্ব সমন্বয় সাধন করতে পুরোপুরি সক্ষম। সব ফসলের চাষাবাদ পদ্ধতি এক নয়। বিশেষ করে ফল চাষ পদ্ধতি অন্যান্য ফসল থেকে ভিন্ন। অনেক ফসলের আবাদ চক্র কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, অধিকাংশ ফলগাছ রোপণের ৫-৭ বছর পর ফল পাওয়া যায় এবং অনেক বছর ধরে ফল দেয়। তাই অনেকেই ফল গাছকে সন্তান সমতুল্য মনে করে।
দেশী ফল গাছ যে জন্যে লাভজনক নিম্নে পাঠকের জন্যে তুলে ধরা হলো :
১। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে।
২। জীবন রক্ষাকারী অঙ্েিজন সরবরাহ করে।
৩। পুষ্টির অভাব মেটায়।
৪। উৎকৃষ্ট ফল ও জ্বালানি পাওয়া যায়।
৫। ফল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়।
৬। আসবাবপত্র, যানবাহন ও কুটির শিল্পের উপকরণ পাওয়া যায়।
৭। রোগের ঔষধ এবং পথ্য হিসেবে ব্যবহার করা যায়।
৮। বেকারত্ব দূর করে পারিবারিক আয় বাড়ানো যায়।
৯। মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বাড়ায়।
১০। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
১১। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
১২। বিদেশী ফলের আমদানি কমিয়ে অর্থের সাশ্রয় করা যায়।
১৩। ফল গাছ ছায়া দেয়।
১৪। ফল থেকে রকমারি খাবার তৈরি হয়। এছাড়া আরো নানা কারণে ফল চাষ লাভজনক।
ফজর | ৫:০৪ |
যোহর | ১১:৪৮ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২০-সূরা : তা-হা সত্যের জন্যে শহীদ হওয়া অপেক্ষা মুসলমানদের জন্যে মুক্তির আর কোনো প্রশস্ত পথ নেই। পিতা-মাতার প্রতি কু-বাক্য প্রয়োগ করা গুরুতর পাপকার্য। পিতার সুহৃদবর্গের সঙ্গে সদ্ব্যবহার করা অতিশয় পুণ্যজনক কাজ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |