চাঁদপুরে গত কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারণে ফসলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে আউশ ও আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। ফসলের মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে কৃষকরা জানিয়েছেন। এভাবে ক্ষতি হলে এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ না করলে আউশ ধান তো ঘরে উঠবেই না, আমন ধানের বীজের অভাবে বীজ রোপণ করা সম্ভব হবে না। এদিকে জেলার বিভিন্ন উপজেলায় নিচু ভূমিতে বসবাসরত প্রায় ৪শ' বসতবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকে নিজ থেকেই জলাবদ্ধতার কারণে বাড়ি থেকে রাস্তায় আসার জন্য সাঁকো দিয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভুগীরা জানান, ড্রেজারের কারণে খাল-বিল ও ফসলী জমি ভরাট হয়ে গেছে। এখন আর পানি নিষ্কাশনের জায়গা নেই। যার কারণে আমাদের দুর্ভোগ চরমে।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর পানি নিষ্কাশনের জন্য উপজেলাওয়ারী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২০-সূরা : তা-হা সত্যের জন্যে শহীদ হওয়া অপেক্ষা মুসলমানদের জন্যে মুক্তির আর কোনো প্রশস্ত পথ নেই। পিতা-মাতার প্রতি কু-বাক্য প্রয়োগ করা গুরুতর পাপকার্য। পিতার সুহৃদবর্গের সঙ্গে সদ্ব্যবহার করা অতিশয় পুণ্যজনক কাজ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |