পাতে কাঁচা মরিচ ছাড়া অনেক বাঙালির ভোজ্যই হয় না। এছাড়াও কাঁচা মরিচের ব্যবহার কী কেবল রান্নার ঝাল আর সুগন্ধি বাড়ানোর জন্য? তা নয়। এই কাঁচা মরিচ ভিটামিনের এক অন্যতম উৎস। রয়েছে নানা গুণাগুণও। এই কাঁচা মরিচেই কিনা মিলেছে ক্ষতিকারক কীটনাশক। কাঁচা মরিচ নিয়ে দীর্ঘ দিন গবেষণা করছেন গাজীপুর কৃষি গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নূরুল আলম। তার গবেষণায় যা উঠে এসেছে সেটা রীতিমত ভয়াবহ। গবেষণায় দেখা যায়, কাঠই নামক একটি সাধারণ পোকা কাঁচা মরিচ নষ্ট করে। কৃষকরা এই পোকা দমনে ব্যবহার করে মাত্রাতিরিক্ত অগ্রানো ফসফরাস গ্রুপের কীটনাশক। মরিচের ক্ষেতে ছিটানো হয় ক্লোরোথাইরিস এবং কুইনালফস নামের দুই ধরনের কীটনাশক। এসব কীটনাশকের প্রতিক্রিয়া রান্না করার পরেও থেকে যায়। যেহেতু কাঁচা মরিচ রান্না করে খাওয়া ছাড়াও বেশির ভাগ ক্ষেত্রে কাঁচাও খাওয়া হয়। সেহেতু জীবনের ঝুঁকি আরও বেশি। গবেষণায় দেখা যায়, এই ক্ষতিকারক কীটনাশক কাঁচা মরিচের সঙ্গে মানব দেহে প্রবেশ করছে। কেননা রান্না করার পরেও এই কীটনাশকের প্রতিক্রিয়া থেকে যায়। এতে লিভার কিডনী এবং ক্যান্সার সহ জটিল রোগের সম্ভাবনা রয়েছে। এসব থেকে রক্ষার বিকল্প হিসেবে সম্মিলিত বালাই নাশক প্রোগ্রামের কথা বলেছেন এই গবেষক। ইতোমধ্যে ফরমেন ফাঁদ দিয়ে পোকা দমন শুরু হয়েছে। এটি কৃষকদের মাঝে আরো জনপ্রিয় করতে হবে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন আধা কাপ পরিমাণ কুচি কাঁচা মরিচে প্রায় ৮০০ ইউনিটের বেশি ভিটামিন 'এ' রয়েছে। আর ভিটামিন 'এ' দৃষ্টি শক্তির জন্য ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
সমপরিমাণ কাঁচা মরিচ কুচিতে থাকে প্রায় ১৮২ মিলিগ্রাম ভিটামিন 'সি' যা একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ভিটামিন 'সি'র চাহিদার সমান। কাঁচা মরিচ আছে ক্যাপসেইমিন নামক একটি উপাদান। এই ক্যাপসেইসিন প্রদাহ কমায়, বাতব্যথা কমায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আমেরিকার ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ বলছে, তাজা সবুজ কাঁচা মরিচে যে ক্যাপসেইমিন আছে তা ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে পারে।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২০-সূরা : তা-হা বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে। নারী-পুরুষের যমজ অর্ধাঙ্গিণী। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |