চাঁদপুর, রবিবার ২১ জুন ২০১৫ | ৭ আষাঢ় ১৪২২ | ৩ রমজান ১৪৩৬
jibon dip

সর্বশেষ খবর :

  • -
বাংলাদেশের ঐতিহাসিক জয়
উজ্জল হোসাইন
২১ জুন, ২০১৫ ২৩:২০:৩৩
প্রিন্টঅ-অ+
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সাথে ঐতিহাসিক সিরিজ জয় করলো বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের ২য় ম্যাচে ২০০ রানের লক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। যখন
জয়ের জন্য আর মাত্র দরকার ৪৮ রান আর এই সময়ে ভুল করে বসলেন মুশফিক। বাক্তিগত ৩১ রানের মাথায় রান আউট হয়ে ফিরে যান লিটল মাস্টার। তবে অপর প্রান্তে আছেন সাকিব আল হাসান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন মারকুটে খেলোয়াড় সাব্বির রহমান।

প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়ের পর এবার দ্বিতীয় ওয়ানডেতে এসে ২০০ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মুশফিকের ধারাবাহিক ব্যাটে জয়ের সুবাতাস পাচ্ছিল টাইগাররা। এই জুটি থেকে এসেছে ৫৪ রান।

তবে দ্বিতীয় ম্যাচ জয়ের কথা বলছি না। একদম ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটাই জিততে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ৩৭ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২০০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান। সাব্বির রহমান ২ রানে ও সাকিব আল হাসান ৩৬ রানে ব্যাট করছেন।

শুরুটা আক্রমণাত্মকই ছিল তামিম ইকবাল ও সৌম্য সরকারের। তবে ৩৪ রানেই ভেঙ্গেছে প্রথম জুটি। মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। কুলকার্নির বলে ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তামিম।

২০০ রানে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে কবর দেন বাংলাদেশি বিধ্বংসী বোলাররা। আর বৃষ্টির কারণে মাত্র ১ রান কমিয়ে বাংলাদেশের লক্ষ্য ধরে দেওয়া হয়েছে ১৯৯ রান।
অবশেষে ভারতকে হারিয়ে সিরিজ জয় করলো টাইগাররা।
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২০-সূরা : তা-হা

১৩৫ আয়াত, ৮ রুকু, মক্কী

পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহ্র নামে শুরু করছ।ি



১। তা-হা, ২। তুমি ক্লশে পাইবে এইজন্য আমি তোমার প্রতি কুরআন অবর্তীণ করি নাই, ৩। বরং যে ভয় করে কবেল তাহার উপদর্শোথ।ে

দয়া করে এই অংশটুকু হফোজত করুন

 


বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে।

-হযরত আলী (রাঃ)।



 


নারী-পুরুষের যমজ অর্ধাঙ্গিণী।

  - হযরত মুহাম্মদ (সাঃ)

 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩২৪৮০
পুরোন সংখ্যা