ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে মাদক ব্যবসায়ীর গাড়ি তাড়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়ি খাদে পড়ে গেছে।
এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে ইব্রাহিম (২০) ও ইয়াসিন (১৮) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাইফুল ইসলাম নামে অপর পথচারী।
শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সদর উপজেলার সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে ও ইয়াসিন একই গ্রামের সনো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে র্যাবের একটি টহল দল এক মাদক ব্যবসায়ীর গাড়িকে ধাওয়া করে। এ সময় বৃষ্টির মধ্যে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীর গাড়িটি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই গাড়ির নিচে চাপা পড়ে পথচারী ইব্রাহিম ও ইয়াসিনের মৃত্যু হয়।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সদর থানার উপপরিদর্শক (এসআই)। তিনি জানান, আহত সাইফুলকে হাসপাতালে আনা হয়েছে।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২০-সূরা : তা-হা বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে। নারী-পুরুষের যমজ অর্ধাঙ্গিণী। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |