কী করে নতজানু হও অত সহজেই; কী করে
উইকেট বিলিয়ে দাও অনভিজ্ঞ ব্যাটস্ম্যানের মতো; কী
করে ক্রমাগত হাঁটো আত্মবিনাশের পথে; কী করে
ভেলা ডুবিয়ে দাও অন্ধস্রোতে, চাম্বুল
গাছের মতো ভেঙে পড় ঝড়ের শুরুতেই!
একজন মানুষ হিসেবে তোমার আছে বোধ ও বোধিবৃক্ষের
শেকড়; কী করে তা উপড়ে ফেল অবলীলায়; পীড়নের
সামনে কেন হতে পার না বিন্ধ্য-বাধা; কেন
নিজেকে অবাঞ্ছিত করো খুচরো মূল্যে; কেন
শিরদাঁড়াও বিকিয়ে হও অযাচিত বিনীত;
সুবোধ বালকের মতো একান্ত বাধ্যগত; সংক্রমিত-ব্যবহৃত
হতে হতে আর কতোকাল মরবে তুমি, বলতে পারো?
তোমার পদার্থিক অস্তিত্ব আর জন্মগত ব্যাকরণের কথা
কি ভুলে গেছো একদম?
কার্যত ও জ্ঞানত তুমি কিন্তু মানুষ-ই; অন্তত
'গ' শ্রেণির প্রাণী নও কোনো; একজন মানুষ হয়ে
আরেক মানুষের এত উমেদারি তোমার কি সাজে,
মানায়?
পরিচিতি : মুহাম্মদ জাকির হোসেন : কবি। মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৬৬। আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি।
সৌভাগ্য হচ্ছে অজস্র সুষ্ঠু কর্ম সুষমার ফল। _ইমারসন।
যে ব্যক্তি উদর পূর্তি করিয়া আহার করে, বেহেশতের দিকে তাহার জন্য পথ উন্মুক্ত হয় না।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |