jibon dip

সর্বশেষ খবর :

  • -
পুরানবাজারের গলায় ফাঁস দিয়ে অটোবাইক চালকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
১৭ মে, ২০২১ ১৪:১৫:২০
প্রিন্টঅ-অ+
চাঁদপুর শহরের পুরান বাজারে গলায় ফাঁস লাগিয়ে সেলিম (৪৫) নামে এক অটোবাইক চালক আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে ১৭ মে ভোর সাড়ে ছয়টার দিকে পুরান বাজার ৩ নং কয়লাঘাটস্থ সরকারি শ্রম কল্যান কেন্দ্র সংলগ্ন নদীরপাড়স্থ একটি অটো রাখার গ্যারেজে।
নিহত সেলিমের বাড়ি রংপুর জেলায় শিশু বয়সে সে ভবঘুরে হিসাবে মমতাজি কলোনি এলাকায় বড় হয়েছে সেখানেই জনৈক সিরাজ সরদারের মেয়েকে বিয়ে করে।
তার দুটি সন্তান রয়েছে মেরকাটিজ রোড ঢালী বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত।
খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদের শুরু তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
নিহত সেলিম এর স্ত্রী সীমা জানান, সকালে নাস্তা খেয়ে গাড়ি নামানোর জন্য তার স্বামী গ্যারেজে যায়। পরে খবর আসে গ্যারেজ থেকে গাড়ি আনতে গিয়ে আরেকজন চালক দেখেন তার স্বামী গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এ দিকে,স্থানীয়রা জানায়, সেলিম খুব জেদি মানুষ ছিল। কিছুদিন আগে কিস্তিতে একটি গাড়ি কিনেছিল সে। কাজ-কাম না করায় কিস্তির টাকা পরিশোধ করবে কিভাবে তা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। মনের কষ্ট থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা তাদের।
এদিকে অটোবাইক চালকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনাটি দেখার জন্য সেই গ্যারেজে অসংখ্য মানুষের ভিড় করতে দেখা যায়।
এই পাতার আরো খবর -
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৪২৯৪
পুরোন সংখ্যা