jibon dip

সর্বশেষ খবর :

  • -
ঈদের দুই দিন হাসপাতলে সড়ক দুর্ঘটনা ও মারামারি রোগী বেশি
স্টাফ রিপোর্টার
১৫ মে, ২০২১ ২২:৫৫:৪৯
প্রিন্টঅ-অ+
করোনাকালীন পরিস্থিতির মধ্য গত বছরের ন্যায় এবারও রোজা শেষে ঈদ উদযাপন হচ্ছে। 14 ই মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় ঈদের গত দুই দিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সড়ক দুর্ঘটনা এবং মারামারি অনেক রোগী ভর্তি হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে হাসপাতালের জরুরি বিভাগ। হাসপাতালে রেজিস্টার খাতা পর্যালোচনায় দেখা যায়, শুক্রবার ঈদের দিন চাঁদপুরের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় ১৪জন এবং ঈদের পরদিন শনিবার সড়ক আরো ৭জন আহত হয়ে ভর্তি হয়েছে।
এছাড়া মারিমারির ঘটনায় ঈদের দিন এবং পরের দিনে কমপক্ষে ১৫ জন আহত হয়।
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় ব্যবহার করা হয়েছে।
এদিকে জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব দাস জানান,ঈদের ছুটির কারনে টানা তিনদিন তিনি দায়িত্ব পালন করছেন।
ঈদের দুইদিন সড়ক দুর্ঘটনা ও মারামারি রোগী ছাড়াও সব ধরনের রোগী এসেছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৫৯৮৫৮
পুরোন সংখ্যা