jibon dip

সর্বশেষ খবর :

  • -
চাঁদপুর হরিণাঘাটে ফেরি আছে, গাড়ি নাই
১৭ মে, ২০২১ ০০:৪০:৪৮
প্রিন্টঅ-অ+
ঈদের আগের দিন রাত থেকে ঈদের গত তিনদিন চাঁদপুর - শরিয়তপুর নৌ রুটে যানবাহন স্বল্পতার দরুন অর্ধেকের নেমে এসেছে ফেরি চলাচল ফেরি আছে গাড়ি নাই এমন পরিস্থিতি এখন সেখানে।
এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ঘাটের ব্যাবস্থাপক ফয়সাল আলম চৌধুরী।
তিনি জানান, পণ্যবাহী গাড়ি ও লকডাউনের আওতামুক্ত গাড়ি ছাড়া অন্য যানবাহনগুলো ঘাটে আসছে না। লকডাউন এর আগে এই ঘাট দিয়ে প্রতিদিন গড়ে ৫'শ গাড়ি পারাপার হত, সেখানে এখন পার হচ্ছে এক থেকে দেড়'শ গাড়ি।
৬টি ফেরির মধ্যে তিনটি ফেরি চালু রাখা হয়েছে। আর বাকি তিনটি ফেরি যানবহন স্বল্পতার কারণে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, আগে ফেরির জন্য গাড়ি অপেক্ষা করতো। এখন পরিস্থিতি এমন যে ফেরি আছে গাড়ি নেই।
ওই কর্মকর্তা আরো জানান,পণ্যবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং অতি জরুরি ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যানবাহন পারাপারে ফেরি চলাচল করছে। যেসব গাড়ি ঘাটে আসে সেসব পার করা হচ্ছে।
লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে এ ঘাটে পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউন এর আগে এ রুটে প্রায় শতাধিক পরিবহনের বাস চলাচল করত।
এই পাতার আরো খবর -
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৪৮৪৬৭
পুরোন সংখ্যা