চাঁদপুর দেববাণী সংঘের সপ্তম মাসিক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর চাঁদপুর পুরাণবাজার শ্রী শ্রী রামঠাকুর বাড়ি দোল মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় শ্রী শ্রী রামঠাকুর সম্পর্কে ধর্মীয় আলোচনা সভা, বেদবাণী পাঠ, সত্য নারায়ণ পূজা, শ্রী মদ্ভাগবত পাঠ, আরতি কীর্ত্তন ও প্রসাদ বিতরণ করা হয়। ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রিপন চন্দ্র সাহা।
মন্দির কমিটির সভাপতি মধুমঙ্গল বণিকের সভাপ্রধানে ও বেদবাণী সংঘের সদস্য গৌতম পোদ্দারের পরিচালনায় অন্যান্যর মধ্যে আলোচনা করেন কালিচাঁদ বণিক, গোপাল চন্দ্র সাহা, ভাস্কর দাস, আশীষ মজুমদার। এ সময় বেদবাণী সংঘের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন নিতাই দাস, শ্যাম সাহা, লক্ষ্মন সাহা, রাম ভৌমিক, বিজয় আচার্য, রাম সাহা, তপন দে, পাপন দাস, সীমান্ত সাহা, মানিক নন্দী, অংকন পোদ্দার, শিবানী মজুমদার, তাপসী রায় প্রমুখ। অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তবৃন্দের সমাগম পরিলক্ষিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, প্রতি বাংলা মাসের শেষ শুক্রবারে পুরাণবাজার রামঠাকুর বাড়ি দোল মন্দির প্রাঙ্গণে বেদবাণী সংঘের আয়োজনে এ অনুষ্ঠান হয়ে আসছে।
ফজর | ৪:৩৪ |
যোহর | ১২:০৩ |
আসর | ৪:৩০ |
মাগরিব | ৬:১৮ |
এশা | ৭:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৫-সূরা ফুরকান যে ব্যক্তি হালাল পথে রুজি করে সে প্রকৃত মুসলমান। বিনয় ও সৌজন্য ঈমানের দুই শাখা এবং বৃথা বাক্যালাপ ও জাঁকজমক কপটতা (মুনাফেকির) দুই শাখা। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |