হাজীগঞ্জের কংগাইশ এলাকায় ট্রেনের ধাক্কায় গ্যাসচালিত অটোরিক্সা পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়। গতকাল শনিবার সকাল সোয়া আটটায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন অটোরিক্সা চালক মোঃ সজিব (২০) ও চালকের সহকারী মোঃ ইয়াছিন (২০)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েপ্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গ্যাস চালিত অটোরিক্সা নিয়ে তারা হাজীগঞ্জ বাজারের দিকে রওয়ানা দেয়। কংগাইশ এলাকায় চাঁদপুর-লাকসাম রেললাইন পার হওয়ার সময় অটোরিক্সার পেছনের অংশ আটকে যায়। এ সময় লাকসাম থেকে ছেড়ে আসা ডেম্যু ট্রেনের ধাক্কায় অটোরিক্সাটি রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়। তখন অটোরিক্সায় থাকা সজিব ও ইয়াছিন গুরুতর আহত হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর মোঃ বশির আহম্মেদ জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ ওসমান গণি জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
ফজর | ৫:২২ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:০৭ |
মাগরিব | ৫:৪৬ |
এশা | ৭:০১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৫-সূরা ফুরকান যে ব্যক্তি হালাল পথে রুজি করে সে প্রকৃত মুসলমান। বিনয় ও সৌজন্য ঈমানের দুই শাখা এবং বৃথা বাক্যালাপ ও জাঁকজমক কপটতা (মুনাফেকির) দুই শাখা। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |