নয়নের দৃষ্টিধারার কোন ছায়া
রক্তের শিরা-উপশিরা বেয়ে
মগজের অনিয়ন্ত্রিত অনুভূতির প্রসন্নতায়
হৃদয়ের গভীরে নিশ্চুপ অবস্থান,
বসন্তের অবারিত কামনা,
কাল আর প্রকৃতির দূর্বিনীত হৃদস্পন্দন,
মমতার আবরণে আবেগের স্রোতধারায় অবিরাম ভেসে যাওয়া,
সন্দেহভরা বিশ্বাসের খুঁটিতে ভর করে প্রতিজ্ঞা আর ভাবনার স্বপ্নরাজ্যে অবারিত বিচরণ,
পাওয়া না পাওয়ার দোলাচলে নির্ঘুম নিশিযাপন, ক্ষণেক দেখা অপলক তাকিয়ে থাকা অনর্গল বাক্যালাপের প্রবলতা বা না দেখার অস্থিরতা
আর বেদনার অশ্রুজলে ভেসে যাওয়া,
মান-অভিমান রাগ-অনুরাগ হাসি-কান্নার যুগলবন্দী হয়ে
অনাগত নিয়তির প্রতীক্ষায়,
অসবর্ণ জাতি-ধর্মে অবারিত,
প্রাণবায়ুর নিশ্বাসে-প্রশ্বাসে কামনা আর বাসনার অপর যে নাম,
সে কী প্রেম!
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৭২-সূরা জিন্ন্ ২৮ আয়াত, ২ রুকু, মক্কী ২৪। যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে, বুঝিতে পারিবে, কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প। ২৫। বল, 'আমি জানি না তোমাদিগকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন, না আমার প্রতিপালক ইহার জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করিবেন।'
ভিক্ষাবৃত্তি পতিতাবৃত্তির চেয়েও খারাপ। -লেলিন।
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানচর্চায় নিজেকে উৎসর্গ করো।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |