সবজি চাষে সচ্ছল ও স্বাবলম্বী হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার শাহ্মাহমুদপুর ইউনিয়নের কৃষকেরা। প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো এখন প্রায় সারা বছরই নানা জাতের সবজির চাষ করছেন। বিশাল এলাকা জুড়ে একই জমিতে বছরে তিন বা ততোধিক ফসল চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছে বেশ ক'টি গ্রামের কয়েকশ' কৃষক। এ সকল ফসল চাষের পাশাপাশি একই জমিতে একই সাথে বেশ কয়েক রকমের সাথী ফসল চাষ করছেন তারা। জেলার চাহিদা মিটিয়েও পাশের জেলাগুলোতে সবজি বাজারজাত করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর সদর উপজেলার শাহ্মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী, ঘোষেরহাট, লোধেরগাঁও, মান্দারী, চাঁদখার দোকান এলাকা, টাহরখিল, কৃষ্ণপুর, কেতুয়া, আলুমুড়া এলাকার কৃষকগণ এখন এ জাতীয় ফসল উৎপাদনে নিজেদের ব্যস্ত রেখে চলছেন। এ পদ্ধতি অনুকরণ করতে পারেন জেলার অন্য কৃষকগণ। শাহ্মাহমুদপুর ইউনিয়নে ৫ শতাধিক পরিবার ১২ মাস সবজি চাষ করে সচ্ছল ও স্বাবলম্বী হয়েছে।
কৃষকরা জানান, এক একর জমিতে সবজি চাষ করতে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়। ওই জমিতে উৎপাদিত সবজি বাজারজাত করে ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত লাভ হয়। সবজির মধ্যে কুমড়া, লাউ, সিম, ঢেঁড়স, মুলার শাক, লাল শাক, করলা, চিচিঙ্গা কিংবা করলার ২ থেকে আড়াই মাসের মধ্যে ফলন আসে। বর্তমানে আলু রোপণের জন্যে জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছি আমরা। আর অগ্রহায়ণ মাসে আলু রোপণের পরে ৯০ দিনের মধ্যে আলু তোলা হবে। এভাবেই এ অঞ্চলের কৃষকগণ বছরের বারো মাস ফসল উৎপাদনে নিজেদের ব্যস্ত রাখেন বলে জানান কৃষকরা।
শাহ্মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, গত কয়েক বছর ধরে এ এলাকার কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন। চাষিরা ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষ করছেন। সেসব সবজি বিক্রির আয়েই আমার এলাকার কৃষকদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। কৃষি বিভাগের কর্মকর্তাগণ নিয়মিত কৃষকদের পরামর্শ দেন এবং আমার পরিষদেও কৃষকের নানান সমস্য সমাধানে উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন।
চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন বলেন, চলতি মৌসুমে এ অঞ্চলে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। কৃষি অফিসের তথ্য ও পরামর্শে পতিত জমিতে লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গাসহ বিভিন্ন মৌসুমী সবজি চাষ করেছেন নারী-পুরুষেরা। এতে আর্থিকভাবে লাভবান হয়েছে কৃষক পরিবারগুলো।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৫ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩২-সূরা সেজদাহ ৩০ আয়াত, ৩ রুকু, ‘মক্কী’ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৯। বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান আনয়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদিগকে অবকাশও দেওয়া হইবে না। ৩০। অতএব তুমি উহাদিগকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন সংসারে যে সবাইকে আপন ভাবতে পারে, তার মতো সুখী নেই। -গোল্ড স্মিথ। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |