চাঁদপুর। বুধবার ২৯ নভেম্বর ২০১৭। ১৫ অগ্রহায়ণ ১৪২৪। ৯ রবিউল আউয়াল ১৪৩৯
jibon dip

সর্বশেষ খবর :

  • -
মোহাম্মদ মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তার অ্যাপ্রিসিয়েশন লেটার ও সম্মাননা স্মারক প্রদান
কৃষিকণ্ঠ প্রতিবেদন
২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী বস্নকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষি কর্মকা- প্রচারের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সদর উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে অ্যাপ্রিসিয়েশন লেটার প্রদান করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর-এর উপ-পরিচালক আলী আহাম্মদ, চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন ও কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসমিন সুলতানা। জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সর্বোচ্চ শ্রম ও মেধা বিনিয়োগ করে তাঁর বস্নকে কৃষকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কৃষির আধুনিক ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণ, ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করার মাধ্যমে কৃষির উৎপাদন ও উন্নয়নে অবদান রেখে সাফল্যের নজির গড়েছেন। তার অক্লান্ত পরিশ্রমের কারণে ইঁদুর নিধন, গুটি ইউরিয়া ব্যবহারে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি একাধিকবার জাতীয় পুরস্কার অর্জন করেন।

এছাড়াও বস্নকের কৃষক-কৃষাণীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে প্রযুক্তি সম্প্রসারণ করায় ইতোমধ্যে বস্নকের কৃষক ও কৃষক সংগঠন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকসহ ১১টি জাতীয়, ৭টি আঞ্চলিক ও ২টি জেলা পুরস্কার অর্জন করেছে। যা জেলায় অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ উপজেলা কৃষি অফিস চাঁদপুর সদর থেকে তাকে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে অ্যাপ্রিসিয়েশন লেটার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

৩২-সূরা সেজদাহ 


৩০ আয়াত, ৩ রুকু, ‘মক্কী’


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।


 


২৯। বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান আনয়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদিগকে অবকাশও দেওয়া হইবে না। 


৩০।  অতএব তুমি উহাদিগকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে।


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 

সংসারে যে সবাইকে আপন ভাবতে পারে, তার মতো সুখী নেই।              -গোল্ড স্মিথ।


দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো।


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৬৬৯৫
পুরোন সংখ্যা