চাঁদপুর। বুধবার ২৯ নভেম্বর ২০১৭। ১৫ অগ্রহায়ণ ১৪২৪। ৯ রবিউল আউয়াল ১৪৩৯
jibon dip

সর্বশেষ খবর :

  • -
'গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড নয়'
কৃষিকণ্ঠ প্রতিবেদক
কৃষিকণ্ঠ প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে গাছ থেকে পেরেক, তারকাটা ঠুকে লাগানো পোস্টার, ব্যানার খুলে ফেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অ্যাডভেঞ্চার বয়েজের সদস্যরা।



গাছেরও প্রাণ আছে। একেকটা গাছ একেকটা অঙ্েিজনের কারখানা। এসব গাছে পেরেক দিয়ে পোস্টার, সাইনবোর্ড, ফেস্টুন বা ব্যানার লাগানো কষ্টদায়ক। এ ভাবনা থেকেই গাছ থেকে পেরেক, তারকাটা দিয়ে লাগানো পোস্টার, ব্যানার খুলে ফেলার কাজ শীঘ্রই শুরু করবেন অ্যাডভেঞ্চার বয়েজের সদস্যরা।



২০১৮ সালের ১ জানুয়ারি সোমবার সকালে চাঁদপুর শহরের পৌর ১৫নং ওয়ার্ডে উত্তর বিষ্ণুদী জিটি রোড অ্যাডভেঞ্চার বয়েজের উদ্যোগে 'গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড নয়' এ কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা পরিবেশ আন্দোলন সংগঠনের সভাপতি প্রফেসর মনোহর আলী। চাঁদপুর পৌর এলাকার গাছে গাছে ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। বিভিন্ন চিকিৎসক, কোচিং সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারপত্র এসব গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে।



অ্যাডভেঞ্চার বয়েজের সভাপতি বলেন, গাছের প্রতি এমন নির্মমতা কষ্টদায়ক। গাছে পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো খুবই খারাপ কাজ। এতে স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। মানুষের গায়ে পেরেক ঠুকলে যেমন লাগে, গাছেরও তেমন লাগে। তাই গাছ থেকে সাইনবোর্ড অপসারণ করার উদ্যোগ নিয়েছি।



চাঁদপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মান্নান মিয়া বলেন, গাছে পেরেক ঠুকে কোনো প্ল্যাকার্ড, প্রচারপত্র লাগানো যাবে না। সরকারিভাবে এ সংক্রান্ত একটি প্রচারপত্র জারি করা আছে। গাছে পেরেক লাগালে জীবনীশক্তি নষ্ট হয়ে যায়। মাটি থেকে গাছ পানি গ্রহণ করে। পেরেক ঠুকলে গাছের ওই অংশ পচে গিয়ে গাছ মরে যেতে পারে। তিনি বলেন, অ্যাডভেঞ্চার বয়েজের এটা একটা ভালো উদ্যোগ হবে আমি মনে করি।



অ্যাডভেঞ্চার বয়েজের সাধারণ সম্পাদক জি এম রাকিব হোসাইন বলেন, আমরা এ কাজ শুরু করতে চাই সবাইকে নিয়ে। এটা বাস্তবায়নে আমরা সবার সমর্থন এবং গণমাধ্যমের সহযোগিতা চাই। এ সময় অ্যাডভেঞ্চার বয়েজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

৩২-সূরা সেজদাহ 


৩০ আয়াত, ৩ রুকু, ‘মক্কী’


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।


 


২৯। বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান আনয়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদিগকে অবকাশও দেওয়া হইবে না। 


৩০।  অতএব তুমি উহাদিগকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে।


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 

সংসারে যে সবাইকে আপন ভাবতে পারে, তার মতো সুখী নেই।              -গোল্ড স্মিথ।


দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো।


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৫৬৪৪
পুরোন সংখ্যা