ঢাকার কৃষি মন্ত্রণালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরে শুভ উদ্বোধন হলো কৃষি সমপ্রসারণ বাতায়নের পাইলট কার্যক্রম। গত ১ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর সদর উপজেলায় এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
এ সময় মাননীয় কৃষিমন্ত্রীর সাথে কৃষি তথ্য উপস্থাপন করেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন। এ কার্যক্রম উদ্বোধনের ফলে চাঁদপুর সদর উপজেলার যে কোনো বস্নক থেকে কৃষক ১৬৩৪৫ নাম্বারে ডায়াল করলে কলটি প্রথমে সংযুক্ত হবে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসারের মোবাইলে। তিনি কল রিসিভ না করলে কলটি বেজে উঠবে কৃষি সমপ্রসারণ অফিসারের মোবাইলে । আবার তিনি রিসিভ না করলে তারপর এই কলটি বেজে উঠবে উপজেলা কৃষি অফিসারের মোবাইলে। উপজেলা কৃষি অফিসার কলটি রিসিভ করতে ব্যর্থ হলে বেজে উঠবে জেলা পর্যায়ের অফিসারদের মোবাইলে। কলটি কারো না কারো কাছে ধারাবাহিকভাবে সংযুক্ত হবে। তারপরও যদি ফোন করা কৃষক কাঙ্ক্ষিত পরামর্শ না পান তাহলে ফোনটি উপ-পরিচালক চাঁদপুর-এর কর্মকর্তাদের কাছে সংযুক্ত হবে। এভাবে কৃষক তার সেবা গ্রহণ করবে, খরচ হবে প্রতি মিনিট পঁচিশ পয়সা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক যুগল পদ দে, চাঁদপুরের উপ-পরিচালক আলী আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোঃ নোয়াখেরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, উপ-সহকারী কৃষি সমপ্রসারণ অফিসার মোঃ আঃ করিমসহ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার এবং উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৫ |
মাগরিব | ৫:১৪ |
এশা | ৬:৩০ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৩২-সূরা সেজদাহ ৩০ আয়াত, ৩ রুকু, ‘মক্কী’ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ২৯। বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান আনয়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদিগকে অবকাশও দেওয়া হইবে না। ৩০। অতএব তুমি উহাদিগকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে। দয়া করে এই অংশটুকু হেফাজত করুন সংসারে যে সবাইকে আপন ভাবতে পারে, তার মতো সুখী নেই। -গোল্ড স্মিথ। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |