চাঁদপুর। বুধবার ২৯ নভেম্বর ২০১৭। ১৫ অগ্রহায়ণ ১৪২৪। ৯ রবিউল আউয়াল ১৪৩৯
jibon dip

সর্বশেষ খবর :

  • -
সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী বস্নকে তালবীজ বপন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহাম্মদ
কৃষিকণ্ঠ প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী বস্নকে তালবীজ বপন কার্যক্রম। কুমারডুগী বস্নকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তালবীজ বপন কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে তাল বীজ বপনে কৃষকের আগ্রহ দেখে উপস্থিত সকলের সামনে এ অভিমত ব্যক্ত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর-এর উপ-পরিচালক আলী আহাম্মদ।



বজ্রপাতরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলা কৃষি অফিস চাঁদপুর সদরের গৃহীত প্রতি বস্নকে ১০০০টি তালবীজ বপন কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর সদরের কুমারডুগী বস্নকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান সাফল্যের নজির গড়েছেন। গত দু মাস ধরে তার আওতাধীন ৩টি সিআইজি কৃষক সংগঠন, ডিএই ১২টি কৃষক গ্রুপ, ৮টি আইপিএম কৃষক ক্লাবের ৬ শতাধিক কৃষক-কৃষাণীকে তিনি তালবীজ বপনে উদ্বুদ্ধ করেন এবং প্রশিক্ষণ প্রদান করে কৃষকদের চেতনা জাগ্রত করায় কুমারডুগী বস্নকে তালবীজ বপন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।



কুমারডুগী বস্নকের ৬টি গ্রামে তালবীজ বপন কর্মসূচি বাস্তবায়নের হালনাগাদ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তাল বীজ বপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর-এর উপ-পরিচালক, আলী আহাম্মদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার চাঁদপুর সদর দিল আতিয়া পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার, চাঁদপুর সদর ইয়াসমিন সুলতানা, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

৩২-সূরা সেজদাহ 


৩০ আয়াত, ৩ রুকু, ‘মক্কী’


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।


 


২৯। বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান আনয়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদিগকে অবকাশও দেওয়া হইবে না। 


৩০।  অতএব তুমি উহাদিগকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে।


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 

সংসারে যে সবাইকে আপন ভাবতে পারে, তার মতো সুখী নেই।              -গোল্ড স্মিথ।


দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেকে উৎসর্গ করো।


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৫৫৭১
পুরোন সংখ্যা