চাঁদপুর রোটারী ক্লাবের ২০২০-২১ রোটারী বর্ষের বোর্ড সদস্য প্রিয় রোটারিয়ানবৃন্দ, রোটার্যাক্টরস্, আসসালামু আলাইকুম। আমি চাঁদপুর রোটারী ক্লাবের সকলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সেবা সম্পর্কে সকল চিরন্তন বাণীতে বিশেষভাবে উদ্বুদ্ধ আমাদের প্রিয় চাঁদপুর রোটারী ক্লাবের অতীত ও বর্তমানের সকল সদস্য। সেজন্যে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাপ্তাহিক দাতব্য চিকিৎসালয় পরিচালনায় প্রায় চার দশকের বেশি সময় অতিক্রম করা সম্ভব হয়েছে। এছাড়া সেবার অন্যান্য ক্ষেত্রেও এ ক্লাবের রয়েছে গৌরবময় কর্মকাণ্ড। এর পেছনে যাদের শ্রম-ঘাম-মেধা রয়েছে, তাদের নিকট কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও এমন নিঃস্বার্থ বিনিয়োগ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। আমাদের সহযোগী সংগঠন রোটার্যাক্ট ক্লাব ও লেডিজ অব রোটারী কমিটির সদস্য-সদস্যাগণকে ক্লাবের বিভিন্ন প্রকল্পে তাদের সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।
২০১৯-২০ রোটারী বর্ষের আপনারা যেভাবে ক্লাবের কার্যক্রমে সহযোগিতা করেছেন, সেভাবে ২০২০-২১ রোটারী বর্ষে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।
পরিশেষে সবার সুন্দর ও সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক। মহান আল্লাহ সকলের মঙ্গল করুন।
রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, পিএইচএফ
সম্পাদক (২০২০-২১)
চাঁদপুর রোটারী ক্লাব।
ফজর | ৪:৩৪ |
যোহর | ১২:০৩ |
আসর | ৪:৩০ |
মাগরিব | ৬:১৮ |
এশা | ৭:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।
assets/data_files/web
আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।
যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |