চাঁদপুর রোটারী ক্লাবের নূতন পরিচালনা পর্ষদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সুধীবৃন্দ, চাঁদপুর রোটারী ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত রাখার, ক্লাবের কর্মকাণ্ড আরো প্রসারিত ও গতিশীল করার মানসে যে গুরুদায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিলো, নানা সীমাবদ্ধতার মধ্যেও আল্লাহতায়ালার অশেষ কৃপায় এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় সে দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করেছি।
২০১৯-২০ রোটারী বর্ষে ক্লাবের সম্পাদিত কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিম্নে উপস্থাপন করছি : ১. PETS-এ সফল ও সার্থকভাবে অংশগ্রহণ। ২. বিগত বছরের ন্যায় District Assemblyতে অংশগ্রহণ। ৩. District Conference-এ অংশগ্রহণ। ৪. কার্যকরভাবে সাপ্তহিক সভা সম্পাদন করা। ৫. সফল ও কার্যকরভাবে ৪টি বোর্ড সভা সম্পাদন করা। ৬. সফল ও কার্যকরভাবে রোাটারীর নিয়মিত প্রজেক্ট রোটারী দাতব্য চিকিৎসালয় পরিচালনা এবং ১৭৯৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা। ৭. সফলভাবে First & Second Dues এবং District Dues প্রেরণ। ৮. সুষ্ঠুভাবে ডিস্ট্রিক্ট গভর্নরের ক্লাব ভিজিট সম্পন্ন করা। ৯. প্রয়াত রোটারিয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনা করা। ১০. প্রত্যেক রোটারিয়ানের জন্ম ও বিবাহবার্ষিকীতে শুভ কামনাসহ ফুলের তোড়া প্রদান ১১. মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন করা। ১২. দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান। ১৩. অভিষেক, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ।
করোনা মহামারীর কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু প্রকল্প সম্পাদন করা সম্ভব হয় নি। এ থেকে উত্তরণের উপায় নতুন করে খোঁজার জন্যে সকলের চেষ্টা করতে হবে
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, পিএইচএফ
সম্পাদক (২০১৯-২০)
চাঁদপুর রোটারী ক্লাব।
ফজর | ৫:২২ |
যোহর | ১২:১২ |
আসর | ৪:০৭ |
মাগরিব | ৫:৪৬ |
এশা | ৭:০১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।
assets/data_files/web
আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।
যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |