চাঁদপুর রোটারী ক্লাবের ২০১৯-২০২০ রোটারী বর্ষের শেষ সাপ্তাহিক উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি স্বাগত জানাই ২০২০-২১ রোটারী বর্ষের ক্লাব প্রেসিডেন্ট ও তাঁর পরিচালনা পর্ষদের সদস্যদের, যাঁরা ভালোভাবেই দায়িত্ব পালন করবেন। তাদের কাছে প্রত্যাশা রইলো একটাই-রোটারীর মূলমন্ত্র ‘সেবা স্বার্থের উর্ধ্বে’-আলোকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার সব আয়োজনই তারা করবেন।
প্রিয় রোটারিয়ানবৃন্দ.
চাঁদপুর রোটারী ক্লাবের ২০১৯-২০ রোটারী বর্ষে আমার দায়িত্বপালনকালীন সময়ে এ ঐতিহ্যবাহী ক্লাবের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি ক্লাবের অনুষ্ঠানগুলোকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা গ্রহণ করি। ক্লাবের একজন সদস্য হিসেবে ‘Service Above Self’ এই আদর্শ বাস্তবায়নে রোটারী ক্লাবের কার্যক্রম বৃদ্ধি করা, ক্লাব উন্নয়ন ও সমাজ উন্নয়নের কাজ করতে গিয়ে রোটারী বর্ষে (২০১৯-২০) যদি আপনাদের মনে আমি কোনোভাবে কোনো রকম কষ্ট দিয়ে থাকি বা অনিচ্ছাকৃতভাবে দুঃখ দিয়ে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি মনে করি। ইচ্ছা থাকা সত্ত্বেও মহামারী করোনা ভাইরাসের কারণে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিতে পারি নি। এজন্যে দুঃখ প্রকাশ করছি।
আপনারা আমাকে দোয়া করবেন এজন্যে যে, সেবার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁদপুর রোটারী ক্লাবের অগ্রযাত্রায় যেন সম্পৃক্ত থাকতে পারি। রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, পিএইচএফ
সভাপতি (২০১৯-২০)
চাঁদপুর রোটারী ক্লাব।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২-সূরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।
assets/data_files/web
আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।
যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।
|
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |