চাঁদপুর, মঙ্গলবার ৩০ জুন ২০২০, ১৬ আষাঢ় ১৪২৭, ৮ জিলকদ ১৪৪১
jibon dip

সর্বশেষ খবর :

  • -
পুরাণবাজার দুগ্রুপের সংঘর্ষে নিহত ১
গোলাম মোস্তফা
৩০ জুন, ২০২০ ০৮:৪৯:৫৯
প্রিন্টঅ-অ+
চাঁদপুর শহরের পুরাণ বাজারে গতকাল ২৯ জুন বিকেল থেকে রাত পযন্ত মাদক ও পূর্ব শুত্রুতার জের ধরে চলমান সংঘর্ষের ঘটনায় আহত পথচারী শামীম গাজী (২৫) মৃত্যু হয়।

সোমবার (২৯ জুন) বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাদক ক্রয় বিক্রয় ও পূব শক্রুতার জের ধরে দু' পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া থেকে মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়।
এ সংঘর্ষের সময় ঐ রাস্তার পথচারী শামীম গাজীর মাথায় ইট পড়ে মারাত্মক আহত হয়। পড়ে তাকে ঘটনাস্থল থেকে অন্যরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের কতব্যরত চিকিৎসক তাঁর অবস্হা আশংকা জনক দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। আত্মীয়দের সুত্রে জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরনের কারণে তার মৃত্যু হয়।


জানাযায়, শামীম গাজী পুরান বাজার মধ্য শ্রীরামদী এলাকার তাজুল ইসলাম সর্দারের ছেলে। নিহত শামীম ১ সন্তানের জনক।

এদিকে, শামীমের মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ রিপোর্ট লেখা পযন্ত কখন কোথায় তাঁর জানাজা বা দাফন করা হবে এবিষয়ে কিছু জানা যায়নি।
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩০৪৩৩৮০২
পুরোন সংখ্যা