বৃক্ষপ্রেমীদের জন্য নানা সুখবর নিয়ে ৩০ জুলাই সোমবার চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে শুরু হয়েছে বৃক্ষমেলা ২০১৮। হরেক রকমের প্রজাতির গাছের সমাহার রয়েছে এই মেলায়।
১ আগস্ট বুধবার তৃতীয় দিনের মেলাতে বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মেলার উদ্বোধনের দিন থেকেই আনাগোনা শুরু হয়েছে বৃক্ষপ্রেমীদের। সপ্তাহব্যাপী মেলাটি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেলায় সর্বমোট স্টলের সংখ্যা ১১টি। এর মধ্যে কৃষি অধিদপ্তরের ১টি এবং ব্যক্তি মালিকানাধীন এবং বেসরকারি সংস্থার ১০টি স্টল রয়েছে। স্টলগুলোতে টবে বা আকর্ষণীয় করে সাজানো নানা গাছের চারা ছাড়াও মাঠজুড়ে রয়েছে বাহারি ফলদ-বনজ চারা। রয়েছে দেশি-বিদেশি নানা অপরিচিত গাছের চারাও।
মেলায় আগতদের অনেককেই উন্নত জাতের চারা কিনতে দেখা গেছে। আবার অনেকে আসছেন তার বাসার বারান্দা বা ছাদটিকে সবুজায়নের জন্য গাছ নিতে। বিষ্ণুদী থেকে মেলায় এসেছেন শারমিন। বারান্দাকে সবুজ করতে গাছ কিনবেন তিনি। কিনি কৃষিকণ্ঠকে বলেন, আমি একজন গৃহিণী। আমি আমার পরিবারকে সবসময় সুস্থ দেখতে চাই। এজন্যে আমার বারান্দাটা সবুজ করে রাখতে চাই। সেজন্য মেলা থেকে কয়েকটি গাছ কিনতে এসেছি।
মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঝুড়িভর্তি বিভিন্ন জাতের চারা কিনেছেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আফছার। কৃষিকণ্ঠকে তিনি বলেন, বৃক্ষমেলা শুরু হয়েছে জেনেই আমার বাবা সকালে আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন গাছ কেনার জন্যে। এগুলো আমাদের নতুন বাড়িতে লাগানো হবে। এই মেলায় যে গাছ পাওয়া যাবে তা অন্য নার্সারিতে সচরাচর পাওয়া যায় না। কেননা এই মেলায় অংশগ্রহণ করে সারাদেশ থেকে আগত গাছ ব্যবসায়ী ও চাষী। তবে বাবা যে দামের লিস্ট দিয়েছিলেন তার সঙ্গে মেলায় দামের কোনো মিল নেই। এখানে দাম অনেকটা বেশি।
ওয়াপদা গেইট থেকে আসা চৌধুরী নার্সারীর স্বত্বাধিকারী সাহাদাত হোসেন জানান, ময়মনসিংহ থেকে গাছ নিয়ে আসতে রাস্তায় খরচ অনেক বেশি। তাই দাম বাড়ছে। এখানে থাকতে ও খেতে খরচ বেশি হচ্ছে। এসব কারণেই দামটা একটু বেশি। দাম বেশি হলেও ভালো মানের গাছ পাওয়া যাচ্ছে এমন স্বীকারোক্তি পাওয়া গেছে প্রায় প্রত্যেক ক্রেতার কাছ থেকে।
মেলার বিষয়ে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষিবিদ আবদুল মান্নান জানান, চাঁদপুরে জেলা প্রশাসন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ বৃক্ষমেলা। প্রথমদিনে মেলায় প্রায় ১ লাখ টাকার বেশি গাছ বিক্রি হয়েছে। আজও হচ্ছে। ক্রেতারা আসছেন। সামনের দিনগুলোতে তা আরো বাড়বে বলেই আশা করছি।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪০-সূরা আল মু’মিন
যে দীর্ঘ সময় ঘুমাতে পারে, সেই সবচেয়ে সুখী।
পরিচ্ছন্নতার উপর ইসলামের ভিত্তি স্থাপিত হইয়াছে। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |