চাঁদপুর। রোববার ১ জুন ২০১৮। ১৭ আষাঢ় ১৪২৫। ১৬ শাওয়াল ১৪৩৯
jibon dip

সর্বশেষ খবর :

  • -
কৃষি অফিস কর্তৃক উন্নতমানের ধান বীজ সংরক্ষণে চাষীদের মাঝে ড্রাম বিতরণ
কৃষিকণ্ঠ প্রতিবেদক
০১ জুলাই, ২০১৮ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় চাষীদের মাঝে ড্রাম বিতরণ অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা কমপ্লেঙ্রে হল রুমে বীজ সংরক্ষণের জন্যে প্রত্যেক চাষীকে ৩টি করে ড্রাম বিতরণ করা হয়।



বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন। এ সময় তিনি বলেন, মাঠে ধানের ফলন পার্থক্য কমানো এবং মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্যে প্রত্যেককে ৩টি করে ড্রাম বিতরণ করছি। এতে চাষী পর্যায়ে উন্নত মানের ধান বীজ উৎপাদন ও সংগ্রহ করা সহজ হবে।



বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহ আলম, মোঃ হাসানুজ্জান, মোঃ নরুল আলম মিয়া ও দিবাস চন্দ্র দাসসহ কৃষাণ--কৃষাণীরা। ড্রাম বিতরণ কর্মসূচিতে উল্লেখিত সকলেই স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস



৩৯-সূরা আয্-যুমার

৭৫ আয়াত, ৮ রুকু, মক্কী

পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

১৯। যার জন্যে শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে আপনি কি সে জাহান্নামীকে মুক্ত করতে পারবেন ?

২০। কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্যে নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ। এগুলোর তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না।

দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


চোখকে দেহের আলো বলা যায়।       

 -ইউলিয়াম পেন।


পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।



 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৬৯৯৫৪
পুরোন সংখ্যা