চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি ফেজ-২ প্রজেক্টের আওতায় ১৪টি ইউনিয়নের টেকনোলজি সিআইজি ও ননসিআইজি শেয়ারিং কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নে ১ হাজার ৪শত কৃষাণ-কৃষাণী অংশ নেন। এর মধ্যে গত ২৭ জুন বুধবার আশিকাটি ইউনিয়ন হল রুমে সিআইজি ও ননসিআইজি শেয়ারিং কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহম্মদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কৃষকরা ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। কৃষি কাজে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কলা কৌশল শিখাতে এ প্রশিক্ষণ। সরকার কৃষকদের প্রতি আন্তরিক। তিনি আরো বলেন, এ প্রশিক্ষণের আওতায় ১ হাজার ৪শ' কৃষককে অন্তর্ভুক্ত করেছি। আমার বিশ্বাস, এ কৃষাণ-কৃষাণীরা তাদের নিজ ফসলী জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার দিল আতিয়া পারভীন, আশিকাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কামরুজ্জামান, মোঃ জসিম উদ্দিন ও সাদিকা বেগম প্রমুখ । পরে সকল কৃষাণ-কৃষাণীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
ফজর | ৪:৫৮ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
চোখকে দেহের আলো বলা যায়।
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |