এখন ভাদ্র মাস। কৃষি মৌসুম হিসেবে খরিফ-২। এ সময় রোপা আমন, মুগকলাই, মাসকলাই, সয়াবিন, আদা, হলুদ, লালশাক, লাউ, করল্লা, বেগুন, শসা, কলা, পেঁপে, প্রভৃতির উৎপাদন পর্যায় অতিক্রান্ত হয়। এ পর্যায়ের সঠিক পরিচর্যার ওপরই ফসলের বেশি ফলনপ্রাপ্তি নির্ভর করে। তাই আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে ফসলের ফলন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা সবারই একান্ত কর্তব্য। এছাড়া যারা নতুন করে ফলের বাগান সৃজন কিংবা একটি বাড়ি একটি খামারের আদলে নিজের বসতবাড়িকে সাজাতে চান তারাও এখনই সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন।
এ ব্যাপারে আপনার নিকটস্থ কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করলে আশানুরূপ সাফল্য লাভ করতে পারবেন বলে আমরা মনে করি। এ সময় বিভিন্ন গাছের চারার যত্ন করে বড় করে তোলার কাজ অব্যাহত রাখতে হবে। বিভিন্ন ফসলের বীজ বর্ষাকালীন আবহাওয়ায় যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রিয় পাঠক ও চাষী ভাইয়েরা, আপনাদের জন্য আমাদের এ আয়োজন। তাই আপনারা কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্যে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা সমস্যাগুলো লিখে পাঠাতে পারেন নিন্ম ঠিকানায়। আসুন দেশের কৃষি, চাষী ও কৃষক- কৃষাণীর সার্বিক উন্নয়নে এবং খাদ্য নিরাপওা নিশ্চিতকরণে সচেষ্ট হই এবং নিজেদেরকে সুস্থ সবল জাতি হিসেবে গড়ে তুলি। আর চাঁদপুরকে গড়ে তুলি সুখি ও সমৃদ্ধ জেলায়।
মুহাম্মদ আবদুর রহমান গাজী
বিভাগীয় সম্পাদক : কৃষিকণ্ঠ
দৈনিক চাঁদপুর কণ্ঠ, রেড ক্রিসেন্ট ভবন (২য় ও ৩য় তলা)
কবি নজরুল সড়ক, চাঁদপুর।
০১৭১০ ৯৮৮৭২০
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
২৫-সূরা ফুরকান সুন্দর জিনিস চিরকালের আনন্দ। নামাজে তোমাদের কাতার সোজা কর, নচেৎ আল্লাহ তোমাদের অন্তরে মতভেদ ঢালিয়া দিবেন। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |