চাঁদপুর। বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০১৬। ১০ ভাদ্র ১৪২৩। ২১ জিলকদ ১৪৩৭
jibon dip

সর্বশেষ খবর :

  • -
নৌযান ধর্মঘট
অচলাবস্থা নিরসনে একমত হননি প্রতিনিধিরা
২৫ আগস্ট, ২০১৬ ২২:৩০:৪৭
প্রিন্টঅ-অ+


বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট নিয়ে সরকারের প্রতিনিধিরা এবার লঞ্চ মালিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও নৌপথে সৃষ্ট ‘অচলাবস্থা’ অবসানে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীর শ্রম পরিদপ্তরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠক শেষে অবশ‌্য ‘শিগগির সমাধান হওয়ার’ আশা প্রকাশ করেন পরিদপ্তরের পরিচালক এফ এম আশরাফুজ্জামান। শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের এই ধর্মঘট নিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে ফের বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।



 এদিকে ধর্মঘটের প্রথম দুই দিনের মতো বৃহস্পতিবার তৃতীয় দিনও সদরঘাট থেকে ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ; ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কয়েকটি। শ্রম পরিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামানের নেতৃত্বে বৈঠকে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ আভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন ভূইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল ও উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। বৈঠক শেষ দুপুর সোয়া ১টার দিকে শ্রম পরিদপ্তরের পরিচালক সাংবাদিকদের বলেন, “আমরা গতরাতে শ্রমিকদের সঙ্গে বসেছিলাম। আজ মালিকদের সঙ্গে বসেছি। আশা করি, শিগগিরই এর একটা সমাধান হবে।” পরবর্তী উদ্যোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমরা নিজেরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আবারও বসে একটা সিদ্ধান্ত নেব।” বৈঠকের পর বাংলাদেশ আভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব বলেন, “আমরা আলোচনা করেছি।



 এই মুহূর্তে কিছু বলতে পারছি না, পরবর্তীতে আপনাদের জানাব।” বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলামও ছিলেন। এদিকে বিআইডাব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক হুমায়ন কবির জানিয়েছেন, ধর্মঘটের মধ্যেও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সদরঘাট থেকে ১০টি লঞ্চ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আরও কিছু লঞ্চ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার সারা দিন ৫০টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায় বলেও জানান তিনি।



সূত্র : প্রথমবার্তা


এই পাতার আরো খবর -
    হেরার আলো
    বাণী চিরন্তন
    আল-হাদিস

    ২৫-সূরা ফুরকান

    ৭৭ আয়াত, ৬ রুকু, ‘মক্কী’

    পরম করুণাাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

    ১৯। আল্লাহ মুশরিকদিগকে বলিবেন, ‘তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে। সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্যও পাইবে না। তোমাদের মধ্যে যে সীমালঙ্ঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আস্বাদন করাইব।  

    দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


    সুন্দর জিনিস চিরকালের আনন্দ।

    -কিটস।


    নামাজে তোমাদের কাতার সোজা কর, নচেৎ আল্লাহ তোমাদের অন্তরে মতভেদ ঢালিয়া দিবেন।  

    -হযরত মুহাম্মদ (সাঃ)


    ফটো গ্যালারি
    করোনা পরিস্থিতি
    বাংলাদেশ বিশ্ব
    আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
    সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
    মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
    দেশ ২০০ ২১৩
    সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
    আজকের পাঠকসংখ্যা
    ২৯১৩৭১১৯
    পুরোন সংখ্যা