চাঁদপুর, মঙ্গলবার ২৫ মে ২০২১, ১১ জ্যৈষ্ঠ ১৪২৮, ১২ শাওয়াল ১৪৪২
jibon dip

সর্বশেষ খবর :

  • -
পিতৃহারা শচীন টেন্ডুলকারের সেই ইনিংস
ক্রীড়া প্রতিবেদক ॥
২৫ মে, ২০২১ ০৩:০৩:৫৩
প্রিন্টঅ-অ+


বিশ্বকাপের মঞ্চে সে দিন ধ্বংসাত্মক রূপ ধরেছিলেন শচীন টেন্ডুলকার। ইংল্যান্ডের ব্রিস্টলে মুখোমুখি হয়েছিল ভারত এবং কেনিয়া। প্রথমে ব্যাট করে ৩২৯ রান করে ভারত। সৌজন্যে শচীনের ১৪০ রানের অপরাজিত ইনিংস। ২২ বছর আগে ২৩ মে ছিল সেই ম্যাচ।

শতরানের মালিকের কাছে এই শত রানটা বোধ হয় এখনও বিশেষ। ১৯৯৯ সালের ১৯ মে শচীনের পিতৃবিয়োগ ঘটে। দেশে ফিরে এসেছিলেন শচীন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে হেরে যায় ভারত। পরের পর্বে যাওয়ার বাকি ৩ ম্যাচে জিততেই হতো ভারতকে। শচীন ফিরে গেলেন ইংল্যান্ড। কেনিয়া ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেন এবং নেমেই সেই অবিস্মরণীয় ইনিংস। শতরানের পর আকাশের দিকে ব্যাট তুলে বাবাকে স্মরণ করার সেই দৃশ্য হয়তো এখনও দেখতে পায় ভারতবাসী। ১০১ বলে ১৪০ রান করেছিলেন শচীন। ৩টি ছয় এবং ১৬টি চার মেরেছিলেন তিনি।

সেই ম্যাচে শতরান করেছিলেন রাহুল দ্রাবিড়ও। ১০৯ বলে ১০৪ রান করেন ‘দ্য ওয়াল’। ভারতের ২ ব্যাটসম্যানের দাপটে ২ উইকেট হারিয়ে ৩২৯ রান করে ভারত। ব্যাট করতে নেমে ২৩৫ রানে শেষ হয়ে যায় কেনিয়া। ৪ উইকেট নিয়েছিলেন দেবাশীষ মোহান্তি। গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সে ওঠে ভারত। তবে সেই পর্বে ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে যান শচীনরা।


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

হেরার আলো

২-সূরা বাকারা

২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

৫২। ইহার পরও আমি তোমাদিগকে ক্ষমা করিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।

৫৩। আর যখন আমি মূসাকে কিতাব ও ‘ফুরকান’ দান করিয়াছিলাম যাহাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও।



 


দুষ্ট লোকেরা নিজেরাই নিজেদের নরক তৈরি করে। -মিলটন।


পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।



 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
৩১৮৫৯৩০১
পুরোন সংখ্যা