jibon dip

সর্বশেষ খবর :

  • -
পুরাণবাজারে বিএনপি নেতা আঃ রব মিয়ার ইন্তেকাল
১৪ মে, ২০২১ ১৭:১৭:৩০
প্রিন্টঅ-অ+
চাঁদপুর শহরের পুরাণবাজারে আঃ রব মিয়া ওরফে বড় রব নামে পৌর বিএনপির এক নেতা শুক্রবার ঈদের দিন ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী তিন ছেলে এক মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রব মিয়া দীর্ঘদিন যাবৎ পুরান বাজার ট্রাক ঘাটে চাঁদপুর পৌরসভার কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
বাদ জুমা * বাজার ঐতিহাসিক জামে মসজিদ সম্মুখে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করেন পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যডঃ সলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর পৌরসভার মেয়রের পক্ষে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ আলী মাঝি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী মোশারফ হোসেন, সেলিম খান, শহিদুল ইসলাম মুক্কু, আঃ কাদের বেপারী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, সাবেক কাউন্সিলর আসলাম গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল,জেলা যুবদল নেতা চৌধুরী ইয়াছিন ইকরামসহ দলীয় বহু নেতাকর্মি ও অগণিত ধর্মপ্রাণ মুসল্লী। পরে মরহুমকে মধ্যশ্রীরামদী কবরস্থানে দাফন করা হয়।
আঃ রব বড় রব নামেই এলাকায় পরিচিত ছিল।তার বাড়ি মোমফ্যাক্টরী রিফিউজী কলোনীর নতুন সড়কে।
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৮১৩২
পুরোন সংখ্যা