jibon dip

সর্বশেষ খবর :

  • -
চাঁদপুরে যথাযথ মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন
১৪ মে, ২০২১ ১৫:২৬:১৯
প্রিন্টঅ-অ+
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ই মে শুক্রবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার কিছুটা ম্লান করে দিয়েছে মহামারি করোনাভাইরাস।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। চাঁদপুর জেলার সর্বত্র ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে।
চাঁদপুর বাস স্ট্যান্ড গৌর গরিবা জামে মসজিদে সকাল সাড়ে সাতটার সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে সকাল ৮-৩০ টায় অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত।
এছাড়া শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ, স্ট্র্যান্ড রোড চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন চিশতিয়া জামে মসজিদ, নাজিরপাড়া চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ তালতলা করিম পাটোয়ারী জামে মসজিদ, বাবুরহাট পুলিশ লাইন জামে মসজিদসহ সকল মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে ৯ টার মধ্যে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সকল উপজেলা সদরে বড় মসজিদে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকল ধর্মপ্রাণ মুসল্লিগণ সময়মত মসজিদে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং দোয়া ও মুনাজাতে অংশ নেন। ঈদের নামাজে করোনা ভাইরাস থেকে মুক্তিলাভে আল্লাহর রহমত কামনা করা হয়। এছাড়া
পিতা-মাতাসহ মৃত সকল স্বজনদের জন্যেও দোয়া করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ পেশাজীবী এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিজ নিজ এলাকার মসজিদগুলোতে সামিল হয় ঈদের নামাজ আদায় করেছেন।
হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৯। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের।


 


 


 


assets/data_files/web

আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। _টমাস ফুলার।


 


 


যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কার মুক্ত।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৭৫২০৭
পুরোন সংখ্যা