চাঁদপুর, মঙ্গলবার, ১৫ জুন ২০২১, ১ আষাঢ় ১৪২৮, ৩ জিলকদ ১৪৪২
jibon dip

সর্বশেষ খবর :

  • -
শিক্ষার্থী সাক্ষাৎকার : টিপু সুলতান
পড়াশোনা শেষ করে পুলিশ অফিসার হতে চাই
১৫ জুন, ২০২১ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


টিপু সুলতান চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি একজন আদর্শ পুলিশ অফিসার হতে চান। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয় শিক্ষাঙ্গন বিভাগের। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন এইচএম জাকির।



 



চাঁদপুর কণ্ঠ : কেমন আছেন?



টিপু সুলতান : আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।



 



চাঁদপুর কণ্ঠ : উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রথম দিন আপনার কেমন কেটেছে?



টিপু সুলতান : চমৎকার এক অনুভূতির মধ্য দিয়ে প্রথম দিনটি কেটেছে। যদিও খুব ভয় ছিল মনে, কেমন হবে পরিবেশ বা শিক্ষক-সহপাঠীরা! সব মিলিয়ে কিছুটা উত্তেজিত ও শঙ্কা কাজ করেছিলো প্রথমদিন।



 



চাঁদপুর কণ্ঠ : উদ্ভিদবিজ্ঞান বিভাগের আপনার প্রিয় শিক্ষক কে? কেন প্রিয়?



টিপু সুলতান : জনাব মোহাম্মদ কামরুল হাছান স্যার আমার প্রিয় শিক্ষক। কারণ, তাঁর নীতি ও নির্লোভ ভাবনা। একজন দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ শিক্ষক তিনি। বিভাগের প্রতি তাঁর সৃজনশীল মনোভাব আর ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ-অনুরাগ আমাকে ভীষণভাবে মুগ্ধ করে।



 



চাঁদপুর কণ্ঠ : বিভাগের সহ-পাঠক্রমিক কার্যক্রমে আপনি অংশগ্রহণ করেন কি?



টিপু সুলতান : হ্যাঁ, আমি যতটুকু পারি সাধ্যমত চেষ্টা করি। অংশগ্রহণ করে মনে প্রশান্তি পাই।



চাঁদপুর কণ্ঠ : আপনার বিভাগ সম্পর্কে কিছু বলুন।



টিপু সুলতান : কথায় বলে, 'একটি গাছ একটি প্রাণ'। যদি থাকে বটবৃক্ষ পাবো মোরা প্রাণের অস্তিত্ব। তো সেদিক থেকে বলতে পারি, উদ্ভিদ নিয়ে পড়াশোনা করে সত্যিই আমি খুব খুশি। আমার বিভাগের শ্রদ্ধেয় স্যাররা খুবই ভালো এবং যত্নশীল। তাঁরা শিক্ষার্থীদের সাথে খুবই আন্তরিক এবং মিশুক। বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে আমাদের বিভাগ দিন দিন সৌন্দর্যমন্ডিত হয়ে উঠেছে। যা দেখার মতো।



 



চাঁদপুর কণ্ঠ : আপনি বিভাগের প্রধান হলে বিশেষ যে তিনটি কাজ করতেন?



টিপু সুলতান : আমি বিভাগীয় প্রধান হলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে বাংলাদেশে রোল মডেল করার চেষ্টা করতাম। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞানে-গুণে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করতাম।



 



চাঁদপুর কণ্ঠ : আপনার সহপাঠীদের সম্পর্কে কিছু বলুন?



টিপু সুলতান : আমার সহপাঠীরা খুবই আন্তরিক। আমরা একে অপরের দুঃখগুলো ভাগাভাগি করে নিই। পড়াশোনার ব্যাপারেও সবাই আন্তরিক। প্রতিযোগিতামূলক পড়াশোনা এবং দলগতভাবে বিভাগের কার্যক্রমে সবাই অংশ নিই।



 



চাঁদপুর কণ্ঠ : কলেজ জীবনের একটি স্মরণীয় ঘটনা বলুন?



টিপু সুলতান : প্রত্যেকবার মতো আমারও একটি স্মরণীয় ঘটনা রয়েছে। আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টে কলেজের প্রত্যেক বিভাগ অংশগ্রহণ করে। এতে আমাদের বিভাগও খুব ভালো খেলে। কিন্তু একপর্যায়ে আমরা হেরে যাই। এটি ছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা। যার জন্যে আজও আমি কষ্ট পাই।



 



চাঁদপুর কণ্ঠ : পড়াশোনা শেষ করে কী হতে চান?



টিপু সুলতান : পড়াশোনা শেষ করে একজন আদর্শ পুলিশ অফিসার হতে চাই।



 



চাঁদপুর কণ্ঠ : অবসর সময়ে কী করেন?



টিপু সুলতান : জীবনের লক্ষ্যে পৌছানোর জন্য প্রায় সবটুকু সময়ই পড়াশোনা করতে হচ্ছে। অর্থাৎ বই পড়েই সময় পার।



 



 



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২-সূরা বাকারা


২৮৬ আয়াত, ৪০ রুকু, মাদানী


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


৭৪। ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। পাথর ও কতক এমন যে, উহা হইতে নদী-নালা প্রবাহিত এবং কতক এইরূপ যে, বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়, আবার কতক এমন যাহা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে এবং তোমরা যাহা কর আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন।


 


 


 


 


শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি। _এরিস্টটল।


পিতার প্রতি পুত্রের কর্তব্য যে রূপ জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠের কর্তব্য ও তদ্রূপ।


 


 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১২৯৩৩৮
পুরোন সংখ্যা