হাইমচর উপজেলায় ইঁদুরের উপদ্রবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। লাখ লাখ টাকার ফসল নষ্ট করে দিচ্ছে ইঁদুর। শীত মওসুমে ফসলি মাঠজুড়ে রয়েছে সরিষা, খেসারিসহ শীতকালীন ফসল। বুকভরা আশা নিয়ে কৃষকরা যখন ফসলের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন, তখনই সেই স্বপ্ন ইঁদুরের উপদ্রবে শেষ হতে বসেছে।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ২০১৩ সালের এক গবেষণা থেকে জানা যায়, ইঁদুরের কারণে দেশে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসল। বাংলাদেশে ইঁদুর ৫০ থেকে ৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। তাই ইঁদুর প্রতিহত করতে সরকারসহ কৃষকদের সচেতন জরুরি।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মওসুমে উপজেলায় জমিগুলোতে শীতকালীন ফসল চাষ করা হয়েছে। উপজেলার নিচু জমিগুলোতে ইঁদুরের আক্রমণ বেশি হচ্ছে। সমপ্রতি অতি কুয়াশায় জমির মাটি ভিজা থাকায় তুলনামূলক ইঁদুরের উপদ্রব বেড়েছে।
সরজমিন দেখা যায়, ইঁদুরের কবল থেকে রক্ষা পেতে সবধরনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষক। কৃষকরা ক্ষেতে বিষ মাখা বিভিন্ন পদ্ধতিতে টোপ, আতব চালের টোপ কিংবা ফাঁদ পেতেও কোনো প্রতিকার পাচ্ছেন না। ফসল কেটে সাবাড় করে দিচ্ছে ইঁদুর। ইঁদুরের উপদ্রবে খেসারি ক্ষেত নিয়ে বিপাকে পড়েছেন এ জেলার চাষীরা।
চরভৈরবির হাবিবুল্লাহ জানান, এবার ১ একর জমিতে আলু চাষ করা হয়েছে। সাথে সাথী ফসল হিসেবে ক্ষিরাই ও আখ করেছি। এখন আলু তোলা হয়েছে। ইঁদুরের উপদ্রব দেখা দেয়ায় দুঃশ্চিন্তা হচ্ছে। নীলকমল গ্রামের সোলায়মান শেখ ও চরপোড়ামুখীর বাচ্চু গাজী জানান, ইঁদুুরের উপদ্রব থেকে রক্ষা করতে ওষুধ ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না।
হাইমচরের সহকারী কৃষি সমপ্রসারণ অফিসার মোঃ শাহআলম জানান, কৃষকদের ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করতে বেশ কিছু পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। প্রথমত, তারা ক্ষেতে বিষটোপ ব্যবহার করতে পারে। এছাড়াও ক্ষেতে পলিথিন টানিয়ে দিলে শব্দে ইঁদুর পালিয়ে যায়। এতে কৃষকেরা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাবেন। বাতাসে কলা পাতা নড়লে বা খুঁটির সাথে বাঁধা পাতলা পলিথিন বাতাসে উড়লে ক্ষেতে লোকজন আছে ভেবে ক্ষতিকর এসব ইঁদুর অন্যত্র চলে যায়।
ফজর | ৪:৫৯ |
যোহর | ১১:৪৫ |
আসর | ৩:৩৬ |
মাগরিব | ৫:১৫ |
এশা | ৬:৩১ |
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
৪৬-সূরা আহ্কাফ সকল রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ -আবুল ফজল।
স্বভাবে নম্রতা অর্জন কর। |
করোনা পরিস্থিতি | ||
বাংলাদেশ | বিশ্ব | |
আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
দেশ | ২০০ ২১৩ | |
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
হ্যাঁ | না | মতামত নেই |