চাঁদপুর, মঙ্গলবার ৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩ মাঘ ১৪২৫, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন
হাঁস-মুরগি উল্টো করে বেঁধে নিয়ে যাওয়া দন্ডনীয় অপরাধ
কৃষিকণ্ঠ প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


হাঁস-মুরগি বিক্রির জন্যে এভাবেই উল্টো করে ঝুলিয়ে নিয়ে ঘোরেন বিক্রেতারা। জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন অপরাধের জন্যে এক শত টাকা জরিমানা অনূর্ধ্ব তিনমাস কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত।



একসঙ্গে আট-দশটি মুরগির পা দড়ি দিয়ে বেঁধে উল্টো করে নিয়ে যাচ্ছেন একজন মুরগি ব্যবসায়ী। ব্যথায় মুরগিগুলো কোঁকাচ্ছে, ছটফট করছে। মানুষের কাছে এ দৃশ্য নতুন নয়। ব্যবসায়ী বা ক্রেতা কেউ মুরগির এই আর্তনাদ আমলে নেন না। তারা জানেনও না এটি দ-নীয় অপরাধ। আর যারা জানেন, তারাও আইনটি প্রয়োগ করেন না।



জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইন, ১৯২০-এর ৪(খ) ধারায় জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতাসহ হত্যার জন্যে শাস্তির বিধান রয়েছে। এখানে জীবজন্তু বলতে গৃহপালিত বা আটককৃত জন্তুকে বোঝানো হয়েছে। এই আইনে বলা আছে, 'কোনো লোক যদি কোনো জন্তুকে এমনভাবে বাঁধিয়া রাখে, যাহাতে জন্তুটি কষ্ট পায় বা জন্তুটি যন্ত্রণা ভোগ করে। এই অপরাধের জন্যে এক শত টাকা জরিমানা কিংবা অনূর্ধ্ব তিনমাস পর্যন্ত কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করা হইবে।'



জানতে চাইলে চাঁদপুর জজ কোর্টের আইনজীবীরা কৃষিকণ্ঠকে বলেন, বিচারকের চোখে পড়লে বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে দ- দিতে পারেন। কেউ অভিযোগ করলেও বিচারক আমলে নিতে পারেন।



এটা যে শুধু দন্ডনীয় অপরাধ, তা-ই নয়। শিশুদের পাঠ্যবইয়েও এ সম্পর্কে শিক্ষার্থীদের জন্যে সচেতনতামূলক একটি পাঠ রয়েছে। তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠায় 'জীবে দয়া' নামে পাঠ রয়েছে। এর শেষ অনুচ্ছেদে বলা হয়েছে, 'আমরা হাটবাজার থেকে হাঁস-মুরগি কিনে এদের পা ধরে বাড়ি নিয়ে আসি। পা উপরে থাকে। মাথা নিচের দিকে থাকে। ফলে এদের কষ্ট হয়। খুব ব্যথা লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকে। কাঁদতে থাকে। এটা খুব অন্যায় কাজ...'।



চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের মডার্ণ শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক বলেন, একজন শিশুকে মানবিক হয়ে ওঠার জন্যে যে কোনো প্রাণির প্রতি তারা যেনো নির্দয় আচরণ না করে, সেজন্যে শিক্ষাজীবনের শুরুতেই তাদের পাঠ্যসূচিতে এ রকম সচেতনতামূলক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু আইন অমান্য হবে এ জন্যে নয়, নৈতিক শিক্ষা ও মানবিক কারণেও জীবজন্তুকে কষ্ট দেয়া উচিত নয়।



চান্দ্রা বাজার থেকে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছে পাইকারী মুরগি সরবরাহ করেন মফিদুল। তিনিও পাঁচ-সাতটা করে মুরগি একসঙ্গে উল্টো করে পা বাঁধা অবস্থায় দোকানে সরবরাহ করছেন।



মুরগি কষ্ট পাচ্ছে। এটা দন্ডনীয় অপরাধ_এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মফিদুল বলেন, আইন মেনে মুরগি দিতে গেলে অনেক দেরি হবে। বাজারে ভিড় লেগে যাবে। তখন ঝামেলায় পড়তে হবে।



বাবুরহাট বাজার থেকে মোটরসাইকেলের পেছনে মুরগি উল্টো করে বেঁধে নিয়ে যাচ্ছিলেন এক ক্রেতা। সামনে তার বাচ্চাকে বসিয়েছেন। পেছনে উল্টো করে বাঁধা মুরগি কোঁ কোঁ করছে। তাকে থামিয়ে মুরগির সঙ্গে এই নিষ্ঠুর আচরণের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি হেসে বলেন, 'মুরগিকে আর কীভাবে নেয়া যাবে। শক্ত করে না বাঁধলে তো ছুটে পালাবে। আলতোভাবে হাতে করে ডানা ধরে নিতে গেলেও তো পা দিয়ে অাঁচড় দিতে পারে। শুধু আইন দিয়ে কি সব হয়!'



পালবাজারের ব্যবসায়ী মাফু বলেন, ফলের ফরমালিন ধরার জন্যে যেভাবে ভ্রাম্যমাণ আদালত করা হয়, এক্ষেত্রেও সে রকম করা হলে মানুষ সচেতন হতে পারে। যারা জীবজন্তুর প্রতি সদয় আচরণ করতে পারেন না, তারা মানুষের সঙ্গেও ভালো আচরণ করতে পারেন না। এজন্যে এই আইনটিও মানা জরুরি।



এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান বলেন, মানুষকে সচেতন করার জন্যে এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত করা উচিত। অচিরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

৪৬-সূরা আহ্কাফ

৩৫ আয়াত, ৪ রুকু, মক্কী

পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

২০। যেদিন কাফিরদিগকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হইবে সেদিন উহাদিগকে বলা হইবে, ‘তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ-সম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগও করিয়াছ। সুতরাং আজ তোমাদিগকে দেওয়া হইবে অবমাননাকর শাস্তি। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী।’       





 


সকল রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ             


-আবুল ফজল।


স্বভাবে নম্রতা অর্জন কর।

 


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৫২৬৫১
পুরোন সংখ্যা