চাঁদপুর। বুধবার ২৬ অক্টোবর ২০১৬। ১১ কার্তিক ১৪২৩। ২৪ মহরম ১৪৩৮
jibon dip

সর্বশেষ খবর :

  • -
বিভাগীয় সম্পাদকের কথা
২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


এখন ঋতু বৈচিত্র কার্তিক মাস হেমন্তকালের সূচনালগ্ন। কৃষি মৌসুম হিসেবে খরিফ-২। এ সময় কৃষক-কৃষাণীরা রবি শস্য চাষের জমি তৈরি করতে ব্যস্ত সময় পার করছে। ঋতু পরিক্রমায় আষাঢ়-শ্রাবণ-বর্ষাকাল হলেও ইদানীং আষাঢ় মাসে তেমন একটা বৃষ্টি দেখা মিলে না। কিন্ত শ্রাবণ-ভাদ্র ও আশ্বিন-কার্তিক মাসেও বৃষ্টির দেখা মিলছে। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা।



প্রিয় চাষী ভাইয়েরা, কার্তিক মাসে কৃষি কাজের ব্যাপকতা বেশি। তাই মাঠে কৃষক-কৃষাণীরা জমি তৈরি করতে ব্যস্ত সময় পার করে। আর জমিতে ভালো বীজ বপন করতে যেনো ভুল না হয় তাও আবার কৃষককে নিশ্চিত করতে হবে। তাহলে সেই মাঠ থেকে ভালো ফসল উত্তোলন সম্ভব হবে।



প্রিয় পাঠক ও চাষী ভাইয়েরা, আপনাদের জন্যে আমাদের প্রতি মাসে এ আয়োজন। তাই আপনারা কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্যে কৃষিকণ্ঠের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা সমস্যাগুলো লিখে পাঠাতে পারেন নিম্ন ঠিকানায়। আসুন দেশের কৃষি, চাষী ও কৃষক-কৃষাণীর সার্বিক উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট হই এবং নিজেদেরকে সুস্থ সবল জাতি হিসেবে গড়ে তুলি। আর চাঁদপুরকে সুখী ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই।



মুহাম্মদ আবদুর রহমান গাজী



বিভাগীয় সম্পাদক



কৃষিকণ্ঠ



দৈনিক চাঁদপুর কণ্ঠ, রেড ক্রিসেন্ট ভবন (২য় ও ৩য় তলা)



প্রয়োজনে : ০১৭১০ ৯৮৮৭২০





 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৬-সূরা শু’আরা’

২২৭ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’

পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।



২৪। মূসা বলিল, ‘তিনি আকাশম-লী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’

২৫। ফিতর ‘আগুন তাহার পরিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল, ‘তোমরা শুনিতেছ তো!’

দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


পরিশ্রমী লোকের নিকট সবচেয়ে সুখপ্রদ জিনিস হচ্ছে ঘুম।       

-জন বুলিয়ান।


ধর্মার্থে প্রাণ উৎসর্গকারী শহীদের রক্ত অপেক্ষা বিদ্বান ব্যক্তির কলমের কালি অধিক পবিত্র।


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৪১১৬
পুরোন সংখ্যা