চাঁদপুর। বুধবার ২৬ অক্টোবর ২০১৬। ১১ কার্তিক ১৪২৩। ২৪ মহরম ১৪৩৮
jibon dip

সর্বশেষ খবর :

  • -
বেড়েই চলছে সবজির দাম
মিজানুর রহমান
২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০:০০
প্রিন্টঅ-অ+


শীতকালীন সবজির দাম ক্রমেই বেড়েই চলেছে। ২২ টাকা থেকে ২৫ টাকা শুধু গোল আলুর কেজি। অন্যসব সবজির দাম শুনে অবাক সাধারণ মানুষ, তাদের যেনো কিছুই বলার নেই। বাজার নিয়ন্ত্রণে না থাকায় মানুষ হতাশাগ্রস্ত। শিম ১১০, বেগুন ৬৫, বরবটি ৯০, করলা ৬৫, কাকরোল ৬৫, টমেটো ১২০, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৬০ টাকা, মুলা আর লাল শাকের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পেঁপের দাম ৩০ টাকা হলেও মূল্য ৫০ টাকা আর কুমড়ার কেজি ৪০ টাকা। গত কয়েক সপ্তাহ যাবৎ চাঁদপুরের হাট-বাজারে এবং রাস্তার পাশে ফুটপাতে সবজির বাজারে এমন দাম যাচ্ছে। ক্রেতা সাধারণ বাজারে কাঁচা তরকারি কিনতে গিয়ে এটা সেটা নাড়াচড়া আর দাম জিজ্ঞেস করে দর কষাকষি করছে। প্রায় সময় দোকানীর সাথে দাম নিয়ে কথা কাটিতে লিপ্ত হতে হয় ক্রেতাদের। সবজির অতিরিক্ত দাম হওয়ায় অসন্তোষ তারা, পুরাণবাজার পৌর প্রভাতী মার্কেটের সবজি বিক্রেতা ইসমাইল ঢালী (৪৫) জানান, পাইকারি আড়তে সকালে এক দাম বিকেলে আরেক দাম। বাজার বেশি, আমরা কি করবো।



চাঁদপুর শহরের প্রধান কাঁচাবাজার পালবাজারের আজমেরী ট্রেডার্সের মহাজন মফিজ ছৈয়াল জানান, সবজি যেখানে বেশি উৎপাদিত হয় সেখানে বন্যা ও অতিবৃষ্টির কারণে সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের সবজির আমদানি বাড়লে আগামী পনের দিনের মধ্যে দাম অনেক কমে যাবে।



 


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৬-সূরা শু’আরা’

২২৭ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’

পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।



২৪। মূসা বলিল, ‘তিনি আকাশম-লী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’

২৫। ফিতর ‘আগুন তাহার পরিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল, ‘তোমরা শুনিতেছ তো!’

দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


পরিশ্রমী লোকের নিকট সবচেয়ে সুখপ্রদ জিনিস হচ্ছে ঘুম।       

-জন বুলিয়ান।


ধর্মার্থে প্রাণ উৎসর্গকারী শহীদের রক্ত অপেক্ষা বিদ্বান ব্যক্তির কলমের কালি অধিক পবিত্র।


ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৩২৪৭
পুরোন সংখ্যা