চাঁদপুর। বুধবার ৩১ অক্টোবর ২০১৮। ১৬ কার্তিক ১৪২৫। ২০ সফর ১৪৪০
jibon dip

সর্বশেষ খবর :

  • -
চাঁদপুরে ২ মাদক ব্যবসায়ীর ৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত
৩১ অক্টোবর, ২০১৮ ২১:৪০:৪৭
প্রিন্টঅ-অ+


 চাঁদপুরের  শাহরাস্তিতে মাদক মামলায় আহসান ও আব্দুস সাত্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গত ৩১ অক্টোবর বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মোঃ সরওয়ার আলম এই রায় দেন।

কারাদ- প্রাপ্তরা হলো : আহসান কুমিল্লা জেলার কোতয়ালী থানার কৃষ্ণপুর (বড় বাড়ির) বাহালু মিয়ার ছেলে এবং আব্দুস সাত্তার একই জেলার সদর দক্ষিণের বড় ধর্মপুর (ডাক্তার বাড়ি) মৃত ডাঃ আলী আহমেদের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ উপজেলার শাহাপুর থেকে ঠাকুরবাজার সড়কে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে আসামীদেরকে মোটরসাইকেলসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল আনুমানিক ১ কেজি গাজা উদ্ধার করে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ওইদিনই শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়šণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-০৩। তৎকালীন সময়ের শাহরাস্তি থানার পিএসআই আব্দুল আজিজ তদন্ত শেষে একই বছরের ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ সাইয়েদুল ইসলাম বাবু জানান, মামলাটি দীর্ঘ ৮ বছর চলাকালীন সময়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামীকে ৫ বছর সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

এছাড়াও আসামী আহসানের বিরুদ্ধে ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) এর ৭ (ক) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় ২ বছর সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।







 


এই পাতার আরো খবর -
    হেরার আলো
    বাণী চিরন্তন
    আল-হাদিস

    ৪৩-সূরা যূখরুফ

    ৮৯ আয়াত, ৭ রুকু, মক্কী

    পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

    ৩৩। (সত্য অস্বীকারে) মানুষ যদি এক উম্মতে পরিণত হয়ে পড়বে, এই আশঙ্কা না থাকলে দয়াময় আল্লাহকে যারা অস্বীকার করে, তাদেরকে আমি দিতাম তাদের গৃহের জন্যে রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যাতে তারা আরোহণ করে।

    ৩৪। এবং তাদের গৃহের জন্যে দিতাম দরজা, (বিশ্রামের জন্যে) পালঙ্ক, যাতে তারা হেলান দিয়ে বসতো।   

    দয়া করে এই অংশটুকু হেফাজত করুন



     


    যে ব্যক্তি প্রথম সালাম দেয়, সে অহঙ্কারমুক্ত।                   

     -আল হাদিস।


    দাতার হাত ভিক্ষুকের হাত অপেক্ষা উত্তম। যে ব্যক্তি স্বাবলম্বী ও তৃপ্ত হতে চায়, আল্লাহ তাকে স্বাবলম্বন ও তৃপ্তি দান করেন।



     


    ফটো গ্যালারি
    করোনা পরিস্থিতি
    বাংলাদেশ বিশ্ব
    আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
    সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
    মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
    দেশ ২০০ ২১৩
    সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
    আজকের পাঠকসংখ্যা
    ২৯১৫৪৫৮৮
    পুরোন সংখ্যা