চাঁদপুর। বৃহস্পতিবার ২৭ এপ্রিল ২০১৭। ১৪ বৈশাখ ১৪২৪। ২৯ রজব ১৪৩৮
jibon dip

সর্বশেষ খবর :

  • -
হাসপাতালে চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদকের পিতার পাশে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি
স্টাফ রিপোর্টার ॥
২৭ এপ্রিল, ২০১৭ ০০:২৩:৩৩
প্রিন্টঅ-অ+


 জাতীয় দৈনিক অনুপমার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকনের পিতা আলহাজ্ব লোকমান মিয়ার অসুস্থ্যতার খোঁজ খবর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক চীফ ইঞ্জিনিয়ার, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা সমিতির সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। বুধবার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত লোকমান মিয়াকে তিনি দেখতে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে চিকিৎসা বিষয়ে তিনি কথা বলেন। গত কয়েকদিন আগে আলহাজ্ব লোকমান মিয়া ব্রেইন স্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগ মুক্তি কামনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে দোয়া করা হয়েছে। এছাড়াও ফরিদগঞ্জ উপজেলা সদর জামে মসজিদে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুবুর রহমান মোল্লা আলহাজ্ব লোকমান মিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন। একই সাথে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।


হেরার আলো
বাণী চিরন্তন
আল-হাদিস

২৮-সূরা কাসাস 


৮৮ আয়াত, ৯ রুকু, ‘মক্কী’


পরম করুণাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।


 


৭। মূসা-জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম, ‘শিশুটিকে স্তন্য দান করিতে থাক যখন তুমি তাহার সম্পর্কে কোন আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষেপ করিও এবং ভয় করিও না, দুঃখ করিও না। আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরিয়া দিব এবং ইহাকে রাসূলদের একজন করিব।’  


দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


 


সঙ্গ দোষেই মানুষ খারাপ হয়।       -প্রবাদ। 


                       


 


যার হৃদয়ে বিন্দু পরিমাণ অহঙ্কার আছে সে কখনো বেহেস্তে প্রবেশ করতে পারবে না।    


 

ফটো গ্যালারি
করোনা পরিস্থিতি
বাংলাদেশ বিশ্ব
আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
দেশ ২০০ ২১৩
সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজকের পাঠকসংখ্যা
২৯১৩৬৯৫৭
পুরোন সংখ্যা