
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ সামছুদ্দিন আহামেদ বিএ আর বেচে নেই। ( ইন্না....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর ।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে শেষ নিস্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান ।
আজ বুধবার সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে । মরহুমের ২য় জানাজা বাদ জোহর ফরিদগঞ্জ উপজেলাধীন ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের আঃ রব সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ২য় জানাজা শেষে পাারবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
মরহুমের ছেলে শরীফউদ্দিন আহমেদ পলাশ জানান,বাবার দু দফা জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
উল্লেখ্য মরহুম সামছুদ্দিন আহামেদ রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদীন পাট ব্যবসার সাথে জড়িত ছিলেন । তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । মঙ্গলবার রাতে ঢাকা থেকে মরহুমের লাশ চাঁদপুর শহরের মিশন রোডস্থ তার নিজ বাসভবনস্থ বাগানবাড়িতে আনা হলে সকলেই তাকে একনজর দেখার জন্য ছুটে আসেন ।
| ফজর | ৪:৪৯ |
| যোহর | ১১:৪৩ |
| আসর | ৩:৪২ |
| মাগরিব | ৫:২২ |
| এশা | ৬:৩৬ |
|
হেরার আলো
|
বাণী চিরন্তন
|
আল-হাদিস
|
|
২৩-সূরা মূ’মিনূন ভন্ডদের অন্যতম আশ্রয় ধর্ম। বিদ্যান্বেষণের জন্যে যদি সুদূর চীনেও যেতে হয় তবে সেখানে যাও। |
||
| করোনা পরিস্থিতি | ||
| বাংলাদেশ | বিশ্ব | |
| আক্রান্ত | ৭,৫১,৬৫৯ | ১৬,৮০,১৩,৪১৫ |
| সুস্থ | ৭,৩২,৮১০ | ১৪,৯৩,৫৬,৭৪৮ |
| মৃত্যু | ১২,৪৪১ | ৩৪,৮৮,২৩৭ |
| দেশ | ২০০ ২১৩ | |
| সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। | ||

আজকের প্রশ্নআওয়ামীলীগকে বিতর্কিত করেছে, করছে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকরা। আপনিও কি তাই মনে করেন?| হ্যাঁ | না | মতামত নেই |