চাঁদপুর। মঙ্গলবার ২৬ এপ্রিল ২০১৬। ১৩ বৈশাখ ১৪২৩। ১৮ রজব ১৪৩৭
jibon dip

সর্বশেষ খবর :

  • -
প্রথম জানাজা হাসান আলী হাইস্কুল মাঠে
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন আহামেদ বিএ আর বেচে নেই
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
২৬ এপ্রিল, ২০১৬ ১৯:৫৪:১১
প্রিন্টঅ-অ+




        চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ সামছুদ্দিন আহামেদ বিএ  আর বেচে নেই। ( ইন্না....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর ।

        গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে শেষ নিস্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৭ মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান ।

        আজ বুধবার সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে । মরহুমের ২য় জানাজা বাদ জোহর  ফরিদগঞ্জ উপজেলাধীন ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের আঃ রব সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ২য় জানাজা শেষে পাারবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।

        মরহুমের ছেলে শরীফউদ্দিন  আহমেদ পলাশ জানান,বাবার দু দফা জানাজা শেষে আমাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।

        উল্লেখ্য মরহুম সামছুদ্দিন আহামেদ রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদীন পাট ব্যবসার সাথে জড়িত ছিলেন । তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । মঙ্গলবার রাতে ঢাকা থেকে মরহুমের লাশ চাঁদপুর শহরের মিশন রোডস্থ তার নিজ বাসভবনস্থ বাগানবাড়িতে আনা হলে সকলেই তাকে একনজর দেখার জন্য ছুটে আসেন ।

 


এই পাতার আরো খবর -
    হেরার আলো
    বাণী চিরন্তন
    আল-হাদিস

    ২৩-সূরা মূ’মিনূন

    ১১৮ আয়াত, ৬ রুকু, ‘মক্কী’

    পরম করুণাাময় ও অসীম দয়ালু  আল্লাহর নামে শুরু করছি।

    ৫৩। কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দীনকে বহুধা বিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়াা আনন্দিত।  

    দয়া করে এই অংশটুকু হেফাজত করুন


    ভন্ডদের অন্যতম আশ্রয় ধর্ম।

    -বেন জনসন।


    বিদ্যান্বেষণের জন্যে যদি সুদূর চীনেও যেতে হয় তবে সেখানে যাও।

    -হযরত মুহাম্মদ (সাঃ)


    ফটো গ্যালারি
    করোনা পরিস্থিতি
    বাংলাদেশ বিশ্ব
    আক্রান্ত ৭,৫১,৬৫৯ ১৬,৮০,১৩,৪১৫
    সুস্থ ৭,৩২,৮১০ ১৪,৯৩,৫৬,৭৪৮
    মৃত্যু ১২,৪৪১ ৩৪,৮৮,২৩৭
    দেশ ২০০ ২১৩
    সূত্র: আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
    আজকের পাঠকসংখ্যা
    ২৯১৫৯১৫৫
    পুরোন সংখ্যা